সর্বকালের সেরা ভারতীয় ১০ সিনেমার তালিকা প্রকাশ! রয়েছে বাংলার ৩ সিনেমাও

ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্পানিয়ন সম্প্রতি সর্বকালের সেরা দশ ভারতীয় সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেখানেই জায়গা করে নিয়েছে তিনটি বাংলা সিনেমা। প্রথমে রয়েছে রমেশ সিপ্পির শোলে, দুইয়ে রয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী।
ভারতে ১০০ বছরেরও আগে মুক্তি পেয়েছে এমন আটটি ভাষার ৭৫০টির বেশি সিনেমা থেকে বেছে নেওয়া হয়েছে সেরা দশটি সিনেমাকে। সেখানে তালিকা তৈরি হয়েছে ১৫০ জনের বেশি পরিচালক, অভিনয়শিল্পী, সমালোচকদের ভোটে।
সত্যজিৎ রায়ের তৈরি পথের পাঁচালী সিনেমা এক যুগান্তকারী ছবি। এই সিনেমা তৈরি মাঝ পথেই টাকার জন্য বন্ধ হয়ে গেছিলো। পরে তৎকালীন রাজ্য সরকারের আর্থিক সাহায্য নিয়ে এই ছবি সম্পূর্ন করা হয়। মুক্তির এত বছর পরও অনেক নির্মাতা প্রেরণা খুঁজে নেন ছবিটি থেকে। গত বছর ফিপরেস্কি ইন্ডিয়ার সদস্যদের ভোটে সর্বকালের সেরা ছবি হয়েছিল ‘পথের পাঁচালী’।
১৯৭৫ সালে মুক্তি পায় শোলে। কিংবদন্তি এই ছবি মুক্তির পরেই সাড়া ফেলে দিয়েছিল। সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনি, জয়া বচ্চন প্রমুখ। বক্স অফিস সফলতার পাশাপাশি ভারতের একটি ধ্রুপদি চলচ্চিত্রের মর্যাদাও পেয়েছে ‘শোলে’।
এই তালিকায় পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ও কে আসিফের ‘মুঘল-ই-আজম’। ঋত্বিক ঘটকের এ ছবিই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালকের মৃত্যুর পর ‘মেঘে ঢাকা তারা’ আরও বেশি কদর পায়। ‘মুঘল-ই-আজম’ ছবির নওশাদের সুরে সিনেমার গানগুলো এখনো মুখে মুখে ফেরে। পনেরো বছর ধরে এটি বলিউডের সবচেয়ে আয় করা সিনেমা ছিল।
২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সমালোচকদের সেরা ছবির তালিকায় ষষ্ঠ স্থানে ছিল ‘চারুলতা’। ১৯৯৬ সাল থেকে দ্য একাডেমির আর্কাইভে সংরক্ষিত আছে ‘চারুলতা’। ‘নষ্টনীড়’ অবলম্বনে নির্মিত ছবিটিকে নিজের অন্যতম প্রিয় সিনেমা বলে অভিহিত করেছিলেন সত্যজিৎ।
মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের বাস্তব চিত্র তুলে ধরেছিল ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘সত্য’। গ্রাম থেকে আসা এক তরুণের মুম্বাইয়ের অপরাধ জগতে জড়িয়ে পড়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সত্য’। সর্বকালের সেরা হিন্দি সিনেমাগুলোর একটির স্বীকৃতি পেয়েছে ছবিটি। গত জুলাই মাসে ‘সত্য’ মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে।
ভারত ভাগ নিয়ে নির্মিত অন্যতম সেরা চলচ্চিত্র ছিল এম এস সথ্যুর সিনেমা ‘গরম হাওয়া’। ছবিটি মুক্তি পাওয়ার আগে প্রায় বছর খানেক আটকে ছিল। ভয় ছিল সাম্প্রদায়িক সংঘর্ষের। তবে মুক্তির পর দর্শক, সমালোচক উভয়ের কাছেই গ্রহণযোগ্যতা পায়।
অপরদিকে, ১০ নম্বরে ‘গরম হাওয়া’র সঙ্গে যৌথভাবে জায়গা পেয়েছে ‘গাইড’। বলিউডের অন্যতম ক্ল্যাসিক সিনেমা হিসেবে বিবেচনা করা হয় ‘গাইড’কে। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া বিজয় আনন্দ পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে দেখা যায় দেব আনন্দ এবং ওয়াহিদা রেহমানকে। এটি তৈরি হয় আর কে নারায়ণের একই নামের উপন্যাস অবলম্বনে।