শুটিং ফ্লোরে নিজের জাদু দেখালেন টোটা! অভিনেতার ব্রেকড্যান্সে মুগ্ধ স্বয়ং শান্তনু মহেশ্বরী

Published on:

শুটিং ফ্লোরে নিজের জাদু দেখালেন টোটা! অভিনেতার ব্রেকড্যান্সে মুগ্ধ স্বয়ং শান্তনু মহেশ্বরী

যে কজন বাংলা অভিনেতা বলিউডে গিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তার মধ্যে অন্যতম টোটা রায় চৌধুরী। তাঁর নৃত্যশৈলী, অভিনয় দেখে বিটাউন এতটাই মুগ্ধ যে তাঁকে আপন করে নিয়ে বেশি সময় লাগেনি তাদের। এবার এই বাঙালি অভিনেতার নাচ দেখে আরও একবার মুগ্ধ হলেন, বি-টাউনের প্রথম সারির ‘ডান্সিং হিরো’ শান্তনু মহেশ্বরী। নাচ দেখে জড়িয়ে ধরলেন টোটাকে।

প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’র শুটিং চলছিল। সেখানে জানি না মানে’ -তে টোটা এবং শান্তনুকে একসঙ্গে নাচতে দেখা যাবে। উষা উত্থুপ এই গানটি গেয়েছেন। এই শুটিং শেষেই টোটাকে অনুরোধ করা হয় তাঁর সাবলীল ছন্দে ব্রেক ড্যান্স করার জন্য।

   
 ⁠

এরপরেই নিজের জাদু দেখান টোটা। পরিচালকের অনুরোধেই এই গানে তিনি সেই সময়কার নৃত্যশৈলী দেখান তিনি। অভিনেতা বলেন, “নাচ আমার প্রথম ভালোবাসা। মুম্বইয়ের অনেকেই আমাকে ‘ডোলা রে’ গানে নাচতে দেখেছেন আর ভাবেই সেটাই বোধ হয় আমার নৃত্যশৈলী। কিন্তু আমি যে ব্রেকডান্সও করতে পারি, সেটা অনেকেই জানে না”।

  
 ⁠

২০১৫ সালে মুক্তি পেয়েছিল শপথ। সেখানে রণদীপ রায় নামে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন টোটা। এবার সেই ছবিরই সিকুয়েল আসছে। রণদীপ রায়ের ভূমিকায় খাকি উর্দিতে ফিরছেন টোটা। শপথ ২ পরিচালনায় রাজা চন্দ। পুরনো দিনের কমার্শিয়াল ছবি করার সুযোগ পেয়ে দারুণ খুশি অভিনেতা।

প্রসঙ্গত, শাস্ত্রীয় নৃত্য কত্থক থেকে শুরু করে, সুদক্ষ অভিনয় রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে সবেতেই দারুণ তাক লাগিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। তার নাচ এবং অভিনয়ের চর্চা এখন দর্শকদের মুখে মুখে