পোশাক বানিয়েও পড়ে রইল আলমারিতে! কেন আম্বানিদের বিয়েতে যাওয়া হল না টোটার?

Published on:

শুটিং ফ্লোরে নিজের জাদু দেখালেন টোটা! অভিনেতার ব্রেকড্যান্সে মুগ্ধ স্বয়ং শান্তনু মহেশ্বরী

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে কার্যত চাঁদের হাট। রবিবার সেখানে আমন্ত্রিত টলিউডের একঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে নুসরত-যশ, টোটা রায় চৌধুরী সকলেই। কিন্তু পোশাক তৈরি থেকে পরিকল্পনা সব কিছু ঠিক থাকলেও অনন্ত আম্বানির রিসেপশনের অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না টোটা।

পছন্দের ফ্যাশন ডিজাইনারকে দিয়ে কালো জামদানির পোশাকও তৈরি করে ফেলেছিলেন টোটা। ঠিক ছিল ওই পোশাক পরেই গালা রিসেপশনে যোগ দেবেন তিনি। কিন্তু পরিবারের এক ঘনিষ্ট সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুম্বই সফর বাতিল করলেন তিনি। অসুস্থ ওই সদস্যকে ফেলে কোনও ভাবেই যাওয়া সম্ভব নয়।

   
 ⁠

যে কজন বাংলা অভিনেতা বলিউডে গিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তার মধ্যে অন্যতম টোটা রায় চৌধুরী। তাঁর নৃত্যশৈলী, অভিনয় দেখে বিটাউন এতটাই মুগ্ধ যে তাঁকে আপন করে নিয়ে বেশি সময় লাগেনি তাদের। নব্বইয়ের দশকে কমার্শিয়াল ছবির হাত ধরেই পরিচিতি টোটার। এরপর পেরিয়েছে লম্বা একটা সময়। বলা যায়, দীর্ঘদিন পর হার্ডকোর বাণিজ্যিক ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি।

  
 ⁠

প্রসঙ্গত, শাস্ত্রীয় নৃত্য কত্থক থেকে শুরু করে, সুদক্ষ অভিনয় রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে সবেতেই দারুণ তাক লাগিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। তার নাচ এবং অভিনয়ের চর্চা এখন দর্শকদের মুখে মুখে।