অনেকেই টোটাকে বলেন অকর্মার ঢেঁকি! অভিনেতা মেনেও নিলেন সেকথা, কিন্তু কেন?

Published on:

শুটিং ফ্লোরে নিজের জাদু দেখালেন টোটা! অভিনেতার ব্রেকড্যান্সে মুগ্ধ স্বয়ং শান্তনু মহেশ্বরী

যে কজন বাংলা অভিনেতা বলিউডে গিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তার মধ্যে অন্যতম টোটা রায় চৌধুরী। তাঁর নৃত্যশৈলী, অভিনয় দেখে বিটাউন এতটাই মুগ্ধ যে তাঁকে আপন করে নিয়ে বেশি সময় লাগেনি তাদের। কিন্তু তিনি নিজেই এবার নিজেকে ‘অকর্মার ঢেঁকি’ বলছেন! কেন?

নব্বইয়ের দশকে কমার্শিয়াল ছবির হাত ধরেই পরিচিতি টোটার। এরপর পেরিয়েছে লম্বা একটা সময়। বলা যায়, দীর্ঘদিন পর হার্ডকোর বাণিজ্যিক ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি।মঙ্গলবার সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন টোটা।

   
 ⁠

ছবিতে তাঁকে শীর্ষাসন করতে দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “ঢেঁকি তো, তাই স্বর্গে গেলেও ধানটাই ভানি। অবশ্য অনেকেই বলেন অকর্মার ঢেঁকি। হয়তো তাঁরা ঠিকই বলেন। তবে আমার ধান ভানা কিন্তু অবিরাম। তাতে কোনও আলস্য নেই, চাতুরি নেই, ফাঁকিবাজি নেই।’’

  
 ⁠

প্রসঙ্গত, শাস্ত্রীয় নৃত্য কত্থক থেকে শুরু করে, সুদক্ষ অভিনয় রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে সবেতেই দারুণ তাক লাগিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। তার নাচ এবং অভিনয়ের চর্চা এখন দর্শকদের মুখে মুখে।