টোটা রায় চৌধুরীর মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! অভিনেতার ‘জিনিয়াস’ মেয়েকে চেনেন?

টোটা রায়চৌধুরী, বাঙালি যে কজন অভিনেতা বলিউডে পাড়ি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম এই অভিনেতা। তাঁর অভিনয় নিয়ে কিছু বলার নেই। সম্প্রতি রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে চন্দন চ্যাটার্জির চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। তবে জানেন বাবার মতই তার মেয়েও সুপার জিনিয়াস।
টোটার স্ত্রী শর্মিলী রায়চৌধুরী এবং কন্যা মৃগাক্ষী রায়চৌধুরী লাইমলাইটের আড়ালে থাকতেই ভালোবাসেন। তার কন্যা মৃগাক্ষী ১৭ বছরে পা দিয়েছে সবে। কিন্তু তার মধ্যেই তার প্রতিভায় কার্যত প্রশংসায় পঞ্চমুখ তার বাবা।
পড়াশোনাতেও দুর্দান্ত টোটা রায়চৌধুরীর কন্যা। ICSE পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়েছিল মৃগাক্ষী রায়চৌধুরী। এরপরেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি বা তাঁর স্ত্রী কখনোই ১০০ নম্বর পাননি। কিন্তু তাদের কন্যা কম্পিউটার সায়েন্সে ১০০ তে ১০০ পেয়েছে। এরপরেই অভিনেতা জানান, “মেয়ে যখন কম্পিউটার সায়েন্সে ১০০ পেল, তখন আমি ওকে বলেছিলাম, আগামী ১০০ দিন যা ইচ্ছে তাই করতে”।
এদিকে মেয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না হলেও বাবা মা মাঝে মধ্যেই মেয়ের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এক সাক্ষাৎকারে টোটা জানিয়েছিলেন, অ্যানিমেশন এবং গেমিং-এ কেরিয়ার গড়তে চায় সে। অভিনয়ে আসার কোনো ইচ্ছে নেই তাঁর।