সিনেমা

ফের বলিউডে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে! সঙ্গে থাকবেন এই স্টার কিডও

যে কজন বাংলা অভিনেতা বলিউডে গিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তার মধ্যে অন্যতম টোটা রায় চৌধুরী। তাঁর নৃত্যশৈলী, অভিনয় দেখে বিটাউন এতটাই মুগ্ধ যে তাঁকে আপন করে নিয়ে বেশি সময় লাগে নি তাদের। এবার ফের আরো এক বলিউডি ছবিতে দেখা যাবে তাকে।

নিজের সোশ্যাল মিডিয়া সম্প্রতি এক পোস্ট দিয়ে অভিনেতা জানিয়েছেন তাঁর নতুন ছবির কথা। তবে শুধু নতুন ছবি নয়, তাঁর সঙ্গে এই সিনেমায় থাকছে আরো এক চমক। এক স্টার কিডকেও এই ছবিতে দেখা যাবে। সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান অভিনয় করবেন এই ছবিতে। যদিও এটা নবাব পুত্রের দ্বিতীয় ছবি।

নিজের ইনস্টাগ্রামে টোটা রায় চৌধুরী লিখেছেন, “ধন্যবাদ কেডি (কুণাল দেশমুখ) এত ভাল অভিজ্ঞতার জন্য, এত ভাল বিষয়ের জন্য যা মনের কাছাকাছি। পরবর্তী শিডিউলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”। ইতিমধ্যেই একদফা শুটিং হয়ে গিয়েছে। পরের দফার শুটিং শুরু হবে শীঘ্রই।

প্রসঙ্গত, শাস্ত্রীয় নৃত্য কত্থক থেকে শুরু করে, সুদক্ষ অভিনয় রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে সবেতেই দারুণ তাক লাগিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। তার নাচ এবং অভিনয়ের চর্চা এখন দর্শকদের মুখে মুখে।

Back to top button