এই বয়সেও এত ক্যারিশমা! শার্টলেস ছবিতে আগুন ধরালেন টোটা

Published on:

শুটিং ফ্লোরে নিজের জাদু দেখালেন টোটা! অভিনেতার ব্রেকড্যান্সে মুগ্ধ স্বয়ং শান্তনু মহেশ্বরী

বয়স হলেও এখনও চেহারায় সেই ছাপ পড়েনি টোটা রায় চৌধুরীর। আবার একবার সুঠাম চেহারার অধিকারী টোটা শেয়ার করেছেন তাঁর শার্টলেস ছবি। যা দেখে রীতিমত মুগ্ধ টোটার অনুগামীরা।

ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টোটার মাসল দেখে ‘ফিদা’ ভক্তরা। ছবি দিয়ে টোটা লিখেছেন, ‘দ্য অ্যানুয়াল শার্টলেস সেলফি। আমার যা আছে সেটাই আমি দেখাতে চাই। তা সে যাই হোক না কেন।’

   
 ⁠

যে কজন বাংলা অভিনেতা বলিউডে গিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তার মধ্যে অন্যতম টোটা রায় চৌধুরী। তাঁর নৃত্যশৈলী, অভিনয় দেখে বিটাউন এতটাই মুগ্ধ যে তাঁকে আপন করে নিয়ে বেশি সময় লাগেনি তাদের। নব্বইয়ের দশকে কমার্শিয়াল ছবির হাত ধরেই পরিচিতি টোটার। এরপর পেরিয়েছে লম্বা একটা সময়। বলা যায়, দীর্ঘদিন পর হার্ডকোর বাণিজ্যিক ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি।

  
 ⁠

প্রসঙ্গত, শাস্ত্রীয় নৃত্য কত্থক থেকে শুরু করে, সুদক্ষ অভিনয় রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে সবেতেই দারুণ তাক লাগিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। তার নাচ এবং অভিনয়ের চর্চা এখন দর্শকদের মুখে মুখে।