কারোর জন্ম হলেই বাড়িতে বৃহন্নলারা নাচাতে আসেন। আর এই রীতি চলে আসছে যুগ যুগ ধরে। অনেক সময় অনেক অযাচিত জিনিস দাবি করে বসেন তাঁরা। এছাড়াও এমন অনেক কিছু দাবি করেন যা সব সময় দেওয়া সম্ভব হয়না। সেক্ষেত্রে অভিশাপ দিয়ে যান তাঁরা। কিন্তু বলা হয় বেশ কিছু জিনিস তাদের দান না করতে এসে সংসারে সুখ শান্তি বজায় থাকে।
এমন অনেক জিনিস আছে যা এই বৃহন্নলাদের দান করলে আপনার সংসারে আসবে সুখ-সমৃদ্ধি। যেকোনো শুভ কাজের আগে বৃহন্নলাদের উপস্থিতি শুভ বলে মনে করা হয়। তবে কিছু জিনিস তাদের দান করা উচিত না।
অনেক সময়ই এই বৃহন্নলারা এমন কিছু আবদার করেন যা মেটানো সম্ভবপর হয় না। তখন গৃহস্থ রেগে গিয়ে ঝাঁটা নিয়ে তাড়া করে। যা কখনোই উচিত নয়। সুখ ও সমৃদ্ধি চিরকালের মতো বিদায় নেবে আপনার সংসার থেকে।অথবা যদি বৃহন্নলারা কখনো আপনার কাছে ঝাড়ু চায়, তাহলে সেটা কেনার জন্য কিছু অর্থ দিয়ে দিন। কিন্তু তার হাতে ঝাঁটা তুলে দেবেন না।
এছাড়াও জ্যোতিষ শাস্ত্র মতে, প্লাস্টিক বা কাঁচের তৈরি কোনও সামগ্রী বৃহন্নলাদের কখনোই দান করা উচিত না। এর ফলে সংসারে অশুভ প্রভাব তৈরি হয় যা সত্যি সংসারের পক্ষে মঙ্গলজনক নয়। একইসঙ্গে তাঁদের কখনও তেল দান করা উচিত নয়। বলা হয়, এর ফলে আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি হারিয়ে যায়।
এছাড়াও, স্টিলের বাসন বা স্টিলের তৈরি অন্য কোনও সামগ্রী বৃহন্নলাদের কখনো দান করবেন না।পরিবারের সদস্যরাও এর প্রভাবে অসুস্থ হয়ে পড়বে। এমন বহু মানুষ আছেন যারা বাড়িতে আসা হিজড়েদের পুরনো জামাকাপড় দিয়ে দেয়। এতে মা লক্ষ্মী রুষ্ঠ হন।