ভেবেছিলাম তিনমাসও টিকব না! হঠাৎ কেন এমন মনে হয়েছিল তৃণার?

Published on:

ভেবেছিলাম তিনমাসও টিকব না! হঠাৎ কেন এমন মনে হয়েছিল তৃণার?

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তৃণা সাহা। কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবন নিয়েও যথেষ্ট খোলামেলা অভিনেত্রী। ৭ বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করছেন তিনি। কিন্তু একসময় এই অভিনেত্রীই মনে করতেন হয়তো তিনমাসও টিকতে পারবেন না তিনি।

খোকাবাবু ধারাবাহিক থেকে পথ চলা শুরু। এরপর একে একে ভাল কাজ করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তৃণা সাহা। বিয়ের পরেও জমিয়ে অভিনয় করে যাচ্ছেন তিনি। সদ্য শেষ হয়েছে তাঁর এখনও পর্যন্ত শেষ ধারাবাহিক। ঝড়ের গতিতে ভাইরাল হয় তার প্রতিটা পোস্ট। তেমনই আরো একটি পোস্টও ভাইরাল হল মুহূর্তেই।

   
 ⁠

সোশ্যাল মিডিয়ায় তৃণা সাহা লিখেছিলেন, “৭ বছর আগে যখন নিজেকে দেখেছিলাম টিভির পর্দায়, ভেবেছিলাম তিন মাসও টিকতে পারব না। দীর্ঘক্ষণের কাজ, টাইট ডেডলাইন, প্রচুর চাপ, সেই সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ভীষণ প্রভাব ফেলেছিল।”

  
 ⁠

অভিনেত্রী আরও লেখেন, “কিন্তু চার মেগা সিরিয়াল, তিন ছবি, তিন ওয়েব সিরিজ, দেশী-বিদেশী সংস্থার সঙ্গে কাজ করা, হিট, ফ্লপ, সমালোচনা, কটাক্ষ, প্রশংসা সব মিলিয়ে আজ আমি এখানে। সবটাই আপনাদের ভালবাসায় ও পাশে থাকার জন্যে। আপনারা ছাড়া তৃণা কেউ নয়”। একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তিনি দর্শকদের।