মায়ের কোলে খেলতে ব্যস্ত একরত্তি! দেখুন তো চেনেন কিনা এই অভিনেত্রী কে?

মায়ের কোলে খেলতে ব্যস্ত একরত্তি। এরকমই এক ছবি সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই ছোট শিশু কন্যাটি কিন্তু একজন জনপ্রিয় অভিনেত্রী। ছবি দেখে দেখুন তো চিনতে পারছেন কিনা এই জনপ্রিয় অভিনেত্রীকে।

না ছবি দেখে চেনার কোন মতেই উপায় নেই। এই জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা। অভিনেত্রী মায়ের জন্মদিনে মায়ের সঙ্গে ছোটবেলার বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে পুরনো ছবি শেয়ার করে ভেসে গিয়েছেন শৈশবে। বিশেষ দিনটায় নিজের ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন বাংলায় এই সুন্দরী।

ইনস্টাগ্রামে মোট চারটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেখানে একটি ছবিতে দেখা গিয়েছে, মায়ের পাশে বসে রয়েছেন ছোট্ট অভিনেত্রী। আবার কোথাও দেখা গিয়েছে মায়ের কোলে বল রেখে খেলছেন তিনি। কোথাও আবার ঘোড়ায় সওয়ার হয়েছেন মায়ের সঙ্গে। আর একটি ছবিতে মায়ের কাছে বসে তিনি মন দিয়ে পড়াশোনা করছেন।

মায়ের জন্মদিনে মায়ের সঙ্গে ছোটবেলার মুহূর্তের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী। তার এই ছবিগুলিকে অত্যন্ত পছন্দ করেছেন অনুরাগীরা। ভেসে এসেছে একাধিক শুভেচ্ছা বার্তা।

Back to top button