সিরিয়াল

‘জগদ্ধাত্রী’ না ‘অনুরাগের ছোঁয়া’? এবারের TRP-তালিকায় এগিয়ে গেল কে?

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া। এদিকে দিনে দিনে দারুন জনপ্রিয় হয়ে উঠছে জগদ্ধাত্রী ধারাবাহিকও। লাগাতার টিআরপি তালিকায় শীর্ষে নিজেদের জায়গা ধরে রাখতে জোর টক্কর চলছে এই দুই ধারাবাহিকের মধ্যে। দুই সপ্তাহ আগে খানিকটা পিছিয়ে গেলেও ফের উপরের দিকে উঠে এসেছে জগদ্ধাত্রী।

আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা। সামনে এলো এ সপ্তাহের নতুন টিআরপির তালিকা।এই সপ্তাহে আবারও বদলে গেল হিসেব। ফের এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এল অনুরাগের ছোঁয়া।এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। তারা পেয়েছে ৮.২ । তৃতীয় স্থানে রয়েছে, ফুলকি। তাঁরা এই সপ্তাহে পেল ৭.৯। এদিকে চতুর্থস্থানে নিম ফুলের মধু প্রাপ্ত নম্বর ৭.৮, পঞ্চমস্থানে সন্ধ্যাতারা প্রাপ্ত নম্বর ৭.৩।

অন্যদিকে, ষষ্ঠস্থানে রাঙা বউ ও কার কাছে কই মনের কথা। তাদের প্রাপ্ত নম্বর ৭.১, সপ্তম স্থানে আছে খেলনা বাড়ি প্রাপ্ত নম্বর ৬.৫। অষ্টমস্থানে লাভ বিয়ে আজকাল, তারা পেয়েছে ৬.৩। নবমস্থানে তুঁতে, প্রাপ্ত নম্বর ৬.১। দশমস্থানে বাংলা মিডিয়াম, প্রাপ্ত নম্বর ৫.৯।

জগদ্ধাত্রীর এতগুলো রূপ প্রকাশ্যে আসার পর দর্শকের আগ্রহ বেড়েছে অনেকটাই। ক্রমেই দর্শকদের মনের কাছাকাছি হয়ে উঠছে এই ধারাবাহিক। জগদ্ধাত্রী ফের উপরের দিকে উঠে আসায় খুশি দর্শক থেকে শুরু করে এই ধারাবাহিকের কলা কুশলীরাও।

এদিকে, অনুরাগের ছোঁয়ায় এখন আপাতত সূর্য ও দীপার মধ্যে মিটে গিয়ে তারা ভালোভাবেই সংসার করছেন। কিন্তু তা সহ্য হচ্ছে না মিশকার। তাই সে ফের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করতে উঠে পরে লেগেছে। এবার সে এক নতুন ফন্দি এঁটেছে।

সূর্য এখন নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছে। সে বুঝেছে সোনা রূপা দুজনেই তার সন্তান। মন ভাল করার জন্য সবরকম ভাবে চেষ্টা করছে সূর্য। কিন্তু তাহলেই কি দূরত্ব মিটে যাবে?

Back to top button