সিরিয়াল

প্রথম স্থান ধরে রাখল অনুরাগের ছোঁয়া, ছন্দপতন জগদ্ধাত্রীর! এবারের টিআরপি তালিকায় কে কোথায়, দেখুন এক নজরে

টিআরপির খেলায় বড় বদল। অনুরাগের ছোঁয়া প্রথম স্থান ধরে রাখতে পারলেও দ্বিতীয় তৃতীয় স্থানের চড়াই-উৎরাই বেশ চোখে পড়ার মতো। সিরিয়াল গুলোতে কাহানি মে টুইস্ট তাদের টিআরপির স্থান রাতারাতি বদলে দিচ্ছে।

আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা। সামনে এলো এ সপ্তাহের নতুন টিআরপির তালিকা।এই সপ্তাহে আবারও বদলে গেল হিসেব। ফের এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এল অনুরাগের ছোঁয়া। বাজিমাত করে তারা পেয়েছে, ৮.৩। এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে নিম ফুলের মধু (৭.১)। তৃতীয় স্থানে রয়েছে, জগদ্ধাত্রী (৭.০), চতুর্থ হয়েছে ফুলকি (৬.৯)। পঞ্চম স্থানে কার কাছে কই মনের কথা ও হরগৌরী পাইস হোটেল। ৬.৭ নম্বর পেয়েছে তারা।

অন্যদিকে, ষষ্ঠস্থানে ৬ পয়েন্ট পেয়ে রয়েছে সন্ধ্যাতারা ও রাঙা বউ। সপ্তম স্থানে আছে লাভ বিয়ে আজকাল (৫.৮), অষ্টম স্থানে আছে জল থই থই ভালোবাসা (৫.৭)। নবমস্থানে তুঁতে, প্রাপ্ত নম্বর ৫.৫। দশমস্থানে মিলি, ইচ্ছে পুতুল।প্রাপ্ত নম্বর ৫.৪।

নানান রকম নতুন নতুন মোড় এনে সিরিয়াল গুলিতে এখন টুইস্ট দেওয়ার পাল্লা চলছে। কে কত ভালো চমক দিতে পারে তাই নিয়ে চলছে জোড় লড়াই। ইতিমধ্যে ফুলকি এবং জগদ্ধাত্রী মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর চলছে। তবে এই সব কিছুর মাঝেও নিজেদের জায়গা ধরে রাখছে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় আবার এক নম্বরে নিজেদের স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিক।

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া। এদিকে দিনে দিনে দারুন জনপ্রিয় হয়ে উঠছে জগদ্ধাত্রী ধারাবাহিকও। লাগাতার টিআরপি তালিকায় শীর্ষে নিজেদের জায়গা ধরে রাখতে জোর টক্কর চলছে এই দুই ধারাবাহিকের মধ্যে। এদিকে এর মধ্যে বেশ কিছু নতুন ধারাবাহিকও এসেছে সেগুলিও বেশ মন কেড়েছে দর্শকদের।

Back to top button