জোর টক্করে এগিয়ে গেল জগদ্ধাত্রী, ব্যাকফুটে অনুরাগের ছোঁয়া! এবারে TRP তালিকায় বাকিরা কোথায়?

দিনে দিনে দারুন জনপ্রিয় হয়ে উঠছে জগদ্ধাত্রী ধারাবাহিক। লাগাতার টিআরপি তালিকার শীর্ষে নিজেদের জায়গা ধরে রাখছে তাঁরা। জ্যাস-স্বয়ংভুর জুটিকে দারুন মনে ধরেছে দর্শকদের। এর মধ্যেই আজ জন্মাষ্টমী। তাতেই আরও মাখোমাখো হল তাদের প্রেমলীলা। এদিকে আজ প্রকাশ পেয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকাও। সেখানে দেখা গিয়েছে আবার এক নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী।
আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা। সামনে এলো এ সপ্তাহের নতুন টিআরপির তালিকা।এই সপ্তাহে আবারও বদলে গেল হিসেব। ফের এই সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে এল অনুরাগের ছোঁয়া।এই সপ্তাহে দেখা গেল প্রথম স্থান দখল করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। তারা পেয়েছে ৭.৯। দ্বিতীয় স্থানে রয়েছে, অনুরাগের ছোঁয়া। তাঁরা এই সপ্তাহে পেল ৭.৬। এরপর যথাক্রমে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। ওই ধারাবাহিক পেয়েছে ৭.৪। অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে সন্ধ্যাতারা।
সপ্তম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। অন্যদিকে অষ্টম স্থানে আছে, তুঁতে।লাভ বিয়ে আজকাল’। প্রথম সপ্তাহে সে পেয়েছে ৬.০। অন্যদিকে দশম স্থানে রয়েছে ‘খেলনাবাড়ি’।
জগদ্ধাত্রীর এতগুলো রূপ প্রকাশ্যে আসার পর দর্শকের আগ্রহ বেড়েছে অনেকটাই। ক্রমেই দর্শকদের মনের কাছাকাছি হয়ে উঠছে এই ধারাবাহিক। এদিকে, কার কাছে কই মনের কথা ধারাবাহিক এখন জমজমাট হয়ে চলছে। প্রথম দশে তাদের দেখাও মিলেছে তাদের। তবে এখন দেখার এই নতুন ধারাবাহিক আরও কতটা জায়গা করতে পারে দর্শকদের মনে।