আর্থিক সমস্যায় ভুগছেন? বাড়িতে এই স্থানে রাখুন শুকনো তুলসী পাতা, সমস্যা মিটে যাবে সহজেই

আমরা সকলেই জানি যে সনাতনী রীতিতে তুলসিগাছ এবং তুলসিপাতা দুই-ই অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যে কোনো হিন্দু বাড়িতে তুলসিগাছ রাখা হয় ও এটি শুভ বলে মনে পুজো করা হয়৷ যদি কোনোভাবে তুলসি গাছ শুকিয়ে যায় তাহলে তা মোটেই বাড়িতে রাখা উচিত নয়৷ এর ফলে সেই সংসারের ক্ষতি হয়৷ তবে শুকনো তুলসি পাতা কিন্তু বাস্তুশাস্ত্র মতে খুব উপকারী, এটি রাখার পদ্ধতিও আছে৷
ধরুন অনেকদিন ধরে বাড়িতে আর্থিক দুরবস্থা চলছে সেক্ষেত্রে শুকনো তুলসিপাতা নিয়ে একটি লাল কাপড়ের টুকরোতে মুড়ে নিন৷ আর ওই পুঁটুলি রেখে দিন বাড়ির আলমারির মধ্যে টাকা রাখার স্থানে৷
বাস্তুশাস্ত্র মতে এই বিষয় মেনে চললে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় সংসারে৷ অর্থের অভাব এর সম্মুখীন হতে হয়না৷ যদি গৃহ থেকে বাস্তু দোষ কাটাতে চান, তাহলে এক ঘটি গঙ্গাজলে শুকনো তুলসিপাতার গুঁড়ো মিশিয়ে সেই জল চারদিকে ছড়িয়ে দিন৷
বাড়ির বাচ্চারা অনেক সময় পড়াশোনায় মনসংযোগ করতে পারে না৷ সেক্ষেত্রে তাদের পড়ার বই এর মধ্যে শুকনো তুলসিপাতা রেখে দিন৷ এর ফলে তাদের একাগ্রতা শক্তি বৃদ্ধি পাবে৷ পরীক্ষা, চাকরির ইন্টারভিউ-সহ অন্যান্য শুভ কাজে যখন যাবেন তখন সঙ্গে রাখুন শুকনো তুলসিপাতা৷ এতে অনেক উপকার পাবেন।