সিরিয়াল

পরিচারিকা থেকে বাড়ির বউ! রঙ্গন-তুঁতের সম্পর্কে নয়া সমীকরন

নতুন চমক তুঁতে ধারাবাহিকে। বাড়ির পরিচারিকা হয়ে উঠল বাড়ির বউ। আর এই নিয়ে এখন টানটান উত্তেজনা চলছে এই সিরিয়ালে। যেখানে রঙ্গন একেবারেই পছন্দ করত না তুঁতেকে, সেখানে কেন সে তাকে বিয়ে করল তা নিয়েই এগোচ্ছে কাহিনী।

ফ্যাশন ডিজাইনিং পড়তে চায় গ্রামের মেয়ে তুঁতে। সেই মতোই নিজেকে তৈরি করছে সে। এদিকে তার সঙ্গে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে রঙ্গনের। কিন্তু তা সত্ত্বেও তাকেই বিয়ে করেছে রঙ্গন। এরপর তুতের কপালে কি রয়েছে কিভাবে সে মানিয়ে নেবে তাই নিয়ে উঠছে প্রশ্ন।

এদিকে লাহিড়ি পরিবারের আগের পরিচারিকা যে নিখোঁজ হয়েছিল তার পেছনে হাত ছিল অভিষেকের। সেই বিষয়টি ইতিমধ্যেই জানতে পেরেছে তুঁতে। এবার এই বিষয়ে রহস্য উদঘাটন করতে চায় সে। আর তাই নিয়ে বাড়তে থাকে সমস্যা।

অন্যদিকে সৌমিলির যাবতীয় রাগ গিয়ে পড়ে তার উপর। তুতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে সে। কার্যত বিপদ থেকে বাঁচতেই একপ্রকার বাধ্য হয়ে রঙ্গনকে বিয়ে করে তুঁতে। এরপর গল্প কোন দিকে মোর নেয় সেটাই এখন দেখার।

Back to top button