যখনই পিছনে ফিরে তাকাই তখনই মনে পড়ে! মায়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস টুইঙ্কলের

Published on:

যখনই পিছনে ফিরে তাকাই তখনই মনে পড়ে! মায়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস টুইঙ্কলের

মাকে নিয়ে বড় সত্যি ফাঁস করলেন টুইংকেল খান্না। আর তাতেই চরম বিপাকে পড়লেন মা ডিম্পল কাপাডিয়া। এমন এক ভিডিও প্রকাশ করেছেন টুইংকেল যাতে তার মাকে পড়তে হয়েছে চরম অসস্তিতে। মা একেবারেই রান্না করতে পারেন না। এমন কথাই প্রকাশ্যে এনেছেন টুইংকেল। শেফ সঞ্জীব কাপুরকে এই কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি ভাইরাল হয়েছে এই পুরোনো ভিডিও।

ভিডিওতে দেখা গিয়েছে টুইংকেল খান্না সঞ্জীব কাপুরকে জিজ্ঞেস করছেন, যারা একেবারেই রান্না করতে পারেন না তাদেরকে আপনি কি টিপস দেবেন? একই সঙ্গে অভিনেত্রী যোগ করেছেন, “যখনই পিছনে ফিরে তাকাই তখনই মনে পড়ে আমার মা একেবারই আমার জন্য রান্না করেছিল। তাও সেটা ছিল পোড়া ঢেঁড়স”।

   
 ⁠

অভিনেত্রীর উত্তরে হেসে ফেলেন সঞ্জীব কাপুর। তিনি জানান, “আমি বলি সবাইকেই রান্না শেখা উচিত। এই কারণে বিভিন্ন মাধ্যমে আমি সবাইকে রান্না শেখাচ্ছি।” এদিকে টুইংকেল খান্নার এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। তাদের মতে রান্না না জানা কোন রকম গুণের কথা নয়। ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই রান্না জানা উচিত।

  
 ⁠

এদিকে শুধু যে তার মা রান্না জানেন না তেমনটা নয়। টুইংকেল খান্না নিজেও রান্না করতে পারেন না। তবে তার স্বামী অক্ষয় কুমার কিন্তু ভালোই রান্না করেন। কারণ সিনেমা জগতে আসার আগে একটা দীর্ঘ সময় তিনি থাইল্যান্ডের শেফের কাজ করেছেন। তবে বাবা ভালো রান্না জানলেও কিন্তু লকডাউনে মেয়েকে ভরসা করে থাকতে হয়েছিল পিনাট বাটার আর স্যান্ডউইচেই।