অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল দুই ছবির মুক্তি! আতান্তরে টলিউড

Avatar

Published on:

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল দুই ছবির মুক্তি! আতান্তরে টলিউড

আরজি কর কান্ড নিয়ে উত্তাল দেশ। প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে পথে নেমেছে আপামর জনতা। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। পথে নেমেছে হাজারও মানুষ। এরমধ্যেই পিছিয়ে গেল দুই ছবির মুক্তি।

৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল দুটি বাংল সিনেমার। কিন্তু পিছিয়ে গেল সেই দুই ছবির মুক্তি। কবে মুক্তি পাবে সেই কথাও কিছু জানানো হয়নি। যা নিয়ে রীতিমতো চিন্তায় বিনোদন জগত। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ এবং শাশ্বতা চ্যাটার্জি অভিনীত ‘যমালয়ে জীবন্ত ভানু’- এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।

   
 ⁠

এদিকে ১৫ তারিখ মুক্তি পেয়েছে পদাতিক’ যা মৃণাল সেনের বায়োপিক। অন্যটি হল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বাবলি’। কিন্তু এই ছবি দুটোর রিপোর্টও খুব একটা ভালো নয়। দুটোর (বাবলি ও পদাতিক) ব্যবসা ছিল মাত্র ৫ ও ১০ শতাংশ, যা শোচনীয়।

  
 ⁠

আরজি কর কাণ্ডে মন ভারাক্রান্ত সকলের। তাই এই পরিস্থিতিতে ছবি নিয়ে ইতিমধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। এই ছবির প্রিমিয়ার অনুষ্ঠানই পিছিয়ে দিয়েছিলেন।

ভিডিওতে শুভশ্রী বলেছিলেন, বর্তমান অস্থির ও অনভিপ্রেত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম বাবলি-র তরফে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্পেশাল স্ক্রিনিং বন্ধ থাকছে। আমরা ছবির সবরকমের প্রচার থেকেও দূরে থেকেছি। তবুও যাঁরা ছবি দেখতে আসছেন তাঁদের ধন্যবাদ জানাই। টিম ‘বাবলি’ নারী স্বাধীনতা ও মর্যাদার কথা বলে।’