মাত্র আড়াই বছর বয়সেই দুর্লভ প্রতিভা! গিনেস বুকে নাম তুলে রেকর্ড গড়ল একরত্তি

Published on:

মাত্র আড়াই বছর বয়সেই দুর্লভ প্রতিভা! গিনেস বুকে নাম তুলে রেকর্ড গড়ল একরত্তি

একরত্তি মেয়ের কাণ্ডে স্তম্ভিত গোটা দুনিয়া। আর তাই তো মাত্র আড়াই বছর বয়সেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মোহিষগোট গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না। তার প্রতিভার বহর দেখলে অবাক হতে হয়। এই বয়সে এই প্রতিভা চমকে দিয়েছে সকলকে।

মাত্র আড়াই বছরের জিনিয়া গড়গড়িয়ে বলতে পারে কোন দেশের জাতীয় পতাকা কোনটি। এছাড়াও বারো মাসের নাম, ছয় ঋতুর নাম যেন তাঁর ঠোঁটের ডগায়। আর এই প্রতিভায় ভর করেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল জিনিয়া।

   
 ⁠

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্তিকরণের জন্য মাস দুয়েক আগে সমস্ত তথ্য পাঠিয়েছিল জিনিয়ার পরিবার। এরপরেই সব দিক খতিয়ে দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে পাঠানো হল মেডেল, শংসাপত্র,সুদৃশ্য পেন সহ একাধিক উপহার। ছোট্ট জিনিয়া অবশ্য এই পুরস্কারের মূল্য বোঝে না এখনও। তবে তার পরিবার ক্ষুদে কন্যার এই সম্মানে আপ্লুত।

  
 ⁠

এদিকে পুরষ্কার আসার পর থেকেই বাড়িতে ভিড় উপচে পড়ছে। সকলেই জিনিয়াকে দেখতে আসছেন। মা রুম্পা মান্না জানিয়েছেন, বেশিরভাগ সময়টাই মেয়ের জন্য বরাদ্দ করেছেন তিনি। আগামীদিনে আরও কোনও প্রতিযোগিতায় জিনিয়ার নাম নথিভুক্ত করার বিষয়ে ভাবনা চিন্তা করছেন তাঁরা।