একটা চুমু হয়ে যাক! উদিত নারায়ণকে দেখেই আবদার, কী করলেন গায়ক?

Published on:

একটা চুমু হয়ে যাক! উদিত নারায়ণকে দেখেই আবদার, কী করলেন গায়ক?

চুমু কাণ্ডে সমালোচনার শিকার হয়েছেন গায়ক উদিত নারায়ণ। গায়কের চুমুর ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। লাইভ কনসার্ট চলাকালীন এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসলেন গায়ক। মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সেই মহিলার ঠোঁটে চুমু খেয়ে বসেন উদিত নারায়ণ। এবার এক অনুষ্ঠানে গিয়ে তাঁর কাছেই এল চুমুর আবদার।

সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হল আরও এক ভিডিও। সেখানে পাপারাজ্জিরা উদিতকে দেখেই বলতে শুরু করেন “উদিতজি একটা চুমু হয়ে যাক, প্লিজ একটা চুমু দিন”। এই প্রসঙ্গে সকলে মনে করেছিলেন হয়ত রেগে যাবেন গায়ক। কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। গায়ক তো রেগে গেলেনই না বরং পাপারাজ্জিদের দেখে মিষ্টি হেসে এড়িয়ে গেলেন।

   
 ⁠

সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, এক মহিলা ভক্ত সেলফি তুলতে গিয়ে প্রথমে উদিত নারায়ণের গালে চুমু খান। আর এরপরই গায়ক ওই মহিলার ঠোঁটে চুমু খেয়ে নেন। এই ঘটনায় চমকে যান মহিলা।

  
 ⁠

উদিত নারায়ণ বলেন, “আমার কোনও অনুশোচনা নেই। একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই চাই। আমি অনেক পুরস্কার পেয়েছি। প্রচুর ফিল্ম ফেয়ার পেয়েছি, জাতীয় পুরস্কার পেয়েছি, পদ্মশ্রী, পদ্মভূষণ পেয়েছি। এবার চাই ভারতীয় রত্ন। লতাজির মতো। লতাজিই আমার আইডল”।

তিনি আরও বলেন, “আসলে ভিড় সামলাতে আমাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকে। তবুও ফ্যানরা ভাবে একবারটি কাছ থেকে দেখতে। ছুঁয়ে দেখতে। এই কারণেই অনেকে এগিয়ে আসেন। এই চুমুর ঘটনাটি এরকমই। একে এত বড় খবর করার কিছু নেই। এটা একেবারেই আমার প্রতি ফ্যানেরা ভালবাসা। খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই”।