মহিলা ভক্তকে ঠোঁটে জোর করে চুমু! উদিত নারায়ণের কাণ্ডে ছিঃ ছিঃ সোশ্যাল মিডিয়ায়

Published on:

মহিলা ভক্তকে ঠোঁটে জোর করে চুমু! উদিত নারায়ণের কাণ্ডে ছিঃ ছিঃ সোশ্যাল মিডিয়ায়

এবার সমালোচনার শিকার গায়ক উদিত নারায়ণ। সম্প্রতি ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। লাইভ কনসার্ট চলাকালীন এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসলেন গায়ক। মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সেই মহিলার ঠোঁটে চুমু খেয়ে বসেন উদিত নারায়ণ।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা ভক্ত সেলফি তুলতে গিয়ে প্রথমে উদিত নারায়ণের গালে চুমু খান। আর এরপরই গায়ক ওই মহিলার ঠোঁটে চুমু খেয়ে নেন। এই ঘটনায় চমকে যান মহিলা।

   
 ⁠

তবে এই একজনকে নয়। ওই স্টেজেই আরও একজনকেও এই ভাবে চুমু খান তিনি। অন্য এক মহিলা ভক্তের সঙ্গে প্রথমে হাত ধরে সেলফি নেন আর তারপর আবার সেই ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান। দুটি ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়।

  
 ⁠

এই ঘটনা প্রথম নয়। এর আগেও নাকি অলকা ইয়াগনিককেও নাকি এভাবে একবার বিনা অনুমতিতে গালে চুমু দেন উদিত। সে ভিডিও নাকি সোশাল মিডিয়ায় পাওয়া যাবে। যদিও অনেকে জানিয়েছেন হয়ত এই ভিডিও AI দিয়ে করা হয়েছে। তবে গোটা ঘটনায় উদিতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।