বলিউডের তাবড় তাবড় সুন্দরী একেকজন। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। কিন্তু এহেন অপরূপ সুন্দরীদেরই বর জোটেনি এখনো। এদিকে কারোর বয়স ৪০ তো কেউ আবার ৫২। এমন বেশ কিছু সুন্দরীর হদিশ এদিন দেব যারা কোনদিন যে সম্পর্কে ছিলেন না তেমন নয় তবে বিয়েটা তাদের করে ওঠা হয়নি।
প্রথমেই আসছেন আমিশা পাটেল। তার এখন বয়স ৪৮ বছর। একসময় তার সঙ্গে নাম জড়িয়ে ছিল বিক্রম ভাটের। যদিও পরবর্তীকালে সেই সম্পর্কে স্থায়িত্ব টেকেনি। এই অভিনেত্রী এখনো পর্যন্ত অবিবাহিত।
এরপরেই রয়েছেন তাব্বু। তার এখন বয়স ৫২। এই অভিনেত্রীও অবিবাহিত। তিনি অবশ্য জানিয়েছেন পারফেক্ট জীবনসঙ্গী পাননি বলেই আর বিয়ে করে ওটা হয়নি। সুপারস্টার নাগার্জুনের সঙ্গে একসময় তার সম্পর্ক নিয়ে জল্পনা উঠেছিল প্রচুর।
এরপরেই যার নাম আসছে তিনি হলেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। দিদির ঠিক সময় বিয়ে হলেও বোন এখনো অবিবাহিত। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর এক সময় রাকেশ বাপটের সঙ্গে নাম জড়িয়ে ছিল। যদিও এইজুটির ওপরে ব্রেকআপ হয়ে যায়।
এরপর এই রয়েছেন কাজলের বোন তানিশা। তা এখন বয়স ৪৫ বছর। এই অভিনেত্রীর ও সঠিক সঙ্গীর অভাবে আর ঘর কন্যা করে ওঠা হয়নি।
এরপরেও যে নামটা না করলেই নয় তিনি হলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। অভিনেত্রীর এখন বয়স ৪৭ বছর। বহুবার বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি। এসেছেন চর্চার কেন্দ্রবিন্দুতেও। এমনকি দুটি কন্যা সন্তানকে দত্তকও নিয়েছেন তিনি। কিন্তু সংসার ধর্ম আর পালন করা হয়নি। কিছুদিন আগে কুড়ি বছরের ছোট রহমান শলের সঙ্গে ডেট করেছিলেন সুস্মিতা। এরপর আপাতত এখন প্রাক্তন আই পি এল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন।