ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে উদ্দাম নাচ! গাড়ির নম্বর চেয়ে পাঠালো পুলিশ

Avatar

Published on:

ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে উদ্দাম নাচ! গাড়ির নম্বর চেয়ে পাঠালো পুলিশ

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। একইসঙ্গে জনপ্রিয় হওয়ার জন্য ট্রেনে, বাসে, রাস্তায় নাচের ভিডিও করছেন অনেকেই। চলন্ত ট্রেনে বা স্টেশনে রিলস বানিয়ে কীভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায় তাই নিয়েই চিন্তায় মশগুল এক শ্রেণীর ছেলেমেয়ে। আবার ব্যস্ত রাস্তাতেও হঠাৎ করেই নাচতে শুরু করছেন কেউ কেউ। যার জেরে নাজেহাল হতে হয় আম জনতা কে।

প্রায়ই ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের মধ্যে নাচ করছেন তরুণ-তরুণরা। কখনো চলন্ত ট্রেনে বেলি ডান্স করতে দেখা গিয়েছে এক তরুণীকে। আবার কখনো রাস্তায়ও সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে অশ্লীল নাচ করছেন কেউ কেউ। এই ধরনের ঘটনায় যথেষ্ট বিরক্ত পথ চলতি মানুষ।

   
 ⁠

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে এক মহিলার নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ঝিরঝিরে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামার পরই রাস্তার মাঝখানে দিয়ে উদ্দাম নাচতে শুরু করেন তিনি। তাঁর কান ঘেঁষেই দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে গাড়ি, বাইক। তাঁর পরনে কুর্তা ও পালাজো। চোখে সানগ্লাস।

  
 ⁠

ক্যাপশনে লেখা, “ভিডিয়োটি দেখুন। কী ভাবে রাস্তার মাঝখানে নাচছেন তিনি। পিছন থেকে দ্রুত গতিতে গাড়ি আসছে। গাড়ির ছাদ থেকে লাফিয়ে তিনি সাদা লাইনটিও পেরিয়ে গিয়েছেন। অর্থাৎ নিজের জীবন হারাতে হলেও তিনি রিলস বানাবেন”।

এই ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।উত্তরপ্রদেশের ট্রাফিক পুলিশের তরফেও এই পোস্টে মন্তব্য করা হয়েছে। তারা গাড়ির নম্বর, সময়, দিনক্ষণ এবং জায়গার বিষয়ে জানতে চেয়েছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৩ লক্ষের কাছাকাছি ভিউস কুড়িয়ে নিয়েছে।