স্নানঘরের ফাঁস হওয়া ভিডিও আসলে…. চমকে দেওয়ার মত মন্তব্য করলেন উর্বশী

Published on:

স্নানঘরের ফাঁস হওয়া ভিডিও আসলে.... চমকে দেওয়ার মত মন্তব্য করলেন উর্বশী

একের পর এক বিতর্কে জড়িয়েছিলেন উর্বশী রাউটেলা। স্নানঘরের ভিডিওর পর এক ফোন কল ফাঁস হয়ছিল। কিন্তু এবার এই ভিডিওর সত্যতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। তিনি যা তথ্য দিলেন তা রীতিমত চমকে দেওয়ার মত।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


দিন কয়েক আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্নানঘরে ঢুকছেন উর্বশী। অভিনেত্রীর পরনে সালোয়ার কামিজ। স্নানঘরের দরজা বন্ধ করেই পোশাক বদলাতে শুরু করেন তিনি। এরপরেই থেমে যায় ২৩ সেকেন্ডের ভিডিওটি। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। কীভাবে এই ভিডিও ভাইরাল হল তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এটি ডিপফেক ভিডিও হতে পারে বলেও অনুমান ছিল অনেকের। এবার এই নিয়েই আসল সত্যি প্রকাশ করলেন অভিনেত্রী।

   
 ⁠

উর্বশী বলেন, যে ভিডিওটি নিয়ে এত চর্চা, তা আসলে তাঁর নতুন ছবি ‘ঘুসপেঠিয়ে’র একটি দৃশ্য।তাঁর সঙ্গে এমন অনভিপ্রেত কোনও ঘটনা ঘটেনি। তাঁর কথায়, “ক্লিপটা বেরিয়ে যাওয়ায় আমি বিরক্ত হয়েছিলাম। কিন্তু ওটা আমার ব্যক্তিগত জীবনের নয়, নতুন সিনেমা।”

  
 ⁠

তিনি বলেন, তিনি কখনোই চাননা এমন ঘটনা কোনও মহিলার সঙ্গে ঘটুক। যদিও ভিডিও ভাইরাল হওয়ার সময় নেটপাড়ার একাংশের দাবি ছিল, পুরোটাই নাকি আসন্ন ছবির প্রচারের জন্য করা। কিন্তু কোনটা সত্যি, সে প্রসঙ্গে ধোঁয়াশা থাকলেও, এখন সবটা স্পষ্ট করলেন উর্বশী।