কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে বিতর্কের শেষ নেই। শিখ সম্প্রদায়ের অভিযোগ এই ছবিতে শিখদের ভুল দেখানো হয়েছে। তবে কঙ্গনার দাবি, ছবিতে শুধু সত্যটাই তুলে ধরা হয়েছে ছবিতে। অভিনেত্রী ও মান্ডি সাংসদকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফিল্মটি পাঞ্জাবে সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছে, যার পরে সে সেন্সর বোর্ড ছবিটিতে বেশ কয়েকটি কাট করেছে। যা নিয়ে আপত্তি তুলেছে নির্মাতারা। তাঁরা আদালতের দ্বারস্থও হয়েছেন। এ বিষয়ে আগামী শুনানি ১৯ সেপ্টেম্বর।
তবে শুধু এই ছবিটিই নয় এর আগেও এমন বহু ছবি আছে যেগুলিকে সেন্সর বোর্ডের কোপে পড়তে হয়েছিল। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘উড়তা পাঞ্জাব’ নিয়েও কম বিতর্ক হয়নি। চলচ্চিত্রটি পাঞ্জাবের মাদকে আসক্ত যুবক এবং রাজনৈতিক বিষয় নিয়ে তৈরি করা হয়েছিল।
ট্রেলার প্রকাশের সময়ই বিরোধিতা হয়েছিল। নির্মাতা ও অভিনেতারাও হুমকি পেয়েছিলেন। রাজনীতিও উত্তপ্ত হয়। এমন পরিস্থিতিতে শংসাপত্র দেওয়ার আগে সেন্সর বোর্ড ৮৯ টি দৃশ্যে কাটছাঁট করেছিল। কিন্তু নির্মাতারা সেই দৃশ্য কাটতে রাজি হননি।
অনুরাগ কাশ্যপ এই ছবি নিয়ে অনেক লড়াই করেছিলেন। সেই সময় তাঁকে বহু পরিচালক সমর্থন করেছিলেন। এরপরই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন নির্মাতারা। বোম্বে হাইকোর্ট নির্মাতাদের পক্ষেই রায় দেয়। আদালত মাত্র একটি কাট করে ছবিটি মুক্তির নির্দেশ দেন। আদালত সেন্সর বোর্ডকে তিরস্কার করে।
৩৪ কোটি টাকার বাজেটে নির্মিত ‘উড়তা পাঞ্জাব’ প্রায় ১০০ কোটি টাকা আয় করেছিল। আলিয়া ভাট এই ছবির জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। উড়তা পাঞ্জাবের সেই বছরের অন্যতম সেরা মিউজিক অ্যালবামের পুরস্কারও পেয়েছিল।