অরিজিতের গানে চোখে জল ঊষা উত্থুপের! কেন? স্পষ্ট করলেন গায়িকা

মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপনে ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। কোনকালে প্রচারের আলোয় আসতে চান না তিনি। কিন্তু তার জনপ্রিয়তা তাকে বারবার প্রচারের কেন্দ্রে এনে ফেলে। তাঁর গান শুনে মুগ্ধ হন তাবড় তাবড় শিল্পীরাও। এবার সেই রকম অভিজ্ঞতার কথাই জানালেন গায়িকা ঊষা উত্থুপ।
হালফিলের এই গায়ককে প্রশংসায় ভরিয়ে দেন কিংবদন্তি এই গায়িকা। বলেন, “অরিজিৎ ভীষণ ফ্যামিলি ম্যান। ও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ও চাই, সবার সঙ্গে ভালোভালে থাকতে। ও মাটির মানুষ।” তিনি আরো যোগ করেন, ” অরিজিৎ খুব আলাদা। সবার থেকে আলাদা।আমি ওকে খুবই ভালোবাসি। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক”।
এরপরেই অরিজিৎ সিংয়ের গানের প্রসঙ্গে বলতে গিয়ে ঊষা উত্থপ জানান, আমি ওকে প্রথম দেখি, ফেম গুরুকুলে। তখনও ও তো একেবারেই বাচ্চা। যখন ও খাদ সিনেমার সেই বিখ্যাত দেখো আলোয় গানটা করে তখন কেঁদে ফেলেছিলাম। আজও ওই গানটা শুনলে কাঁদি। আরও এমন অনেক গান ও করেছে যেগুলো চোখে জল এনে দেয়।”
অতি সাদামাটা এই গায়ককে দেখলেই খুব স্বাভাবিকভাবে ঘিরে ধরেন অনুগামীরা। অনেক ছোট থেকেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ফেম গুরুকুলে গান গাওয়ার সময় থেকেই জনপ্রিয়তা তার পিছু ছাড়ছে না। কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য এই জনপ্রিয় তাকে খুব একটা পাত্তা দেয় না। বরং সাদামাটা ভাবে সাধারণের সঙ্গে মিশে থাকতেই ভালোবাসেন গায়ক।