অনুরাগীদের আবদার মিটিয়ে ফের পর্দায় ফিরছেন জুন আন্টি! কবে থেকে কোন চ্যানেলে দেখা যাবে উষসীকে?

দারুন জনপ্রিয়তা পেয়েছিল শ্রীময়ীর জুন আন্টি চরিত্রটি। কিন্তু সেই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে আপাতত পর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। অনুরাগীদের প্রশ্ন কবে তাঁকে আবার দেখা যাবে টিভিতে। এবার তাদের আবদার মিটিয়ে ফের পর্দায় ফিরছেন উষসী চক্রবর্তী।
জানা গিয়েছে, কালার্স বাংলার বহুল চর্চিত ধারাবাহিক টুম্পা অটোওয়ালিতে দেখা যাবে তাঁকে। উষসীর চরিত্রের নাম অস্মিতা। অরিঞ্জয় ও অশোকের বোন সে। পরিবারের অমতে বয়সে অনেক বড় একজনকে বিয়ে করায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অসম্মানের বদলা নিতে বহু বছর পর আবার সে ফিরেছে।
এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, “একটানা কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শ্রীময়ীর পর অনেক প্রস্তাবই পেয়েছি। সবই ফিরিয়ে দেই। একটু বিরতি চেয়েছিলাম। এই চরিত্রটা শুনে বেশ আগ্রহী হলাম বলে কাজ শুরু করেছি”।তাঁর এই চরিত্রটিও নেগেটিভ।
প্রসঙ্গত, বরাবরই স্পষ্টবাদী উষসী চক্রবর্তী। বারবার তার ফেসবুক পোস্টে কিংবা সোশ্যাল মিডিয়ার যে কোন পোস্টে উঠে আসে প্রতিবাদী সত্তা। তা সে কখনো মহিলাদের অবমাননা হোক কিংবা সামাজিক বিষয়। আবার কখনো মহিলাদের স্বাধীনতা নিয়েও গর্জে ওঠেন তিনি। এবার মহিলাদের শরীর দেখলেই যে সমস্ত ব্যক্তিদের যৌনাকাঙ্ক্ষা ফুটে ওঠে তাদের উদ্দেশ্যে দিয়েছিলেন কড়া বার্তা অভিনেত্রী।
নিজের একটি যোগা পোজের ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। এই ছবির ক্যাপশনেই তিনি একটি লম্বা স্পষ্ট বার্তা লিখেছেন। যেখানে তিনি সমাজের বিকৃত কিছু মস্তিষ্কের মানুষের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি এই ধরনের মানুষ কেমন পরিবেশে বড় হয়ে উঠেছেন সেই বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।