দেবলোকে ‘দেবশিশু’র শ্রষ্ঠা! ৭৮-এই প্রয়াত হলেন উৎপলেন্দু চক্রবর্তী

Avatar

Published on:

দেবলোকে 'দেবশিশু'র শ্রষ্ঠা! ৭৮-এই প্রয়াত হলেন উৎপলেন্দু চক্রবর্তী

৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাঁর সর্বক্ষণের সঙ্গী অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে চা খান তিনি। এরপরই হৃদরোগে আক্রান্ত হন পরিচালক। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও দেননি। বিগত বেশকিছু বছর ধরে রাজ্য সরকারের দেওয়া ফ্ল্যাটই ঠিকানা ছিল তাঁর।

   
 ⁠

চলতি বছরের এপ্রিল মাসে একবার পড়ে গিয়েছিলেন তিনি। তখন কোমরের হাড় ভেঙে যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দীর্ঘদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।

  
 ⁠

১৯৮২ সালে চোখ ছবিটি সেরা চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কর জিতেছিল। শুধু তাই নয়, পরিচালকের ঝুলিতে রাষ্ট্রপতি পুরস্কার থেকে এনএফডিসি-র স্বর্ণপদক পর্যন্ত রয়েছে। একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের ঝুলিতে একের পর এক সুপারহিট সিনেমা। যা মানুষকে মুগ্ধ করেছে বলা চলে। ময়নাতদন্ত, চোখ, দেবশিশু-র মতো ছবি আজও দর্শকদের মনে অমলিন।

পরিবার বলতে রয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী শতরূপা স্যান্যাল, যিনি নিজেও পরিচালক। এছাড়া দুই কন্যা ঋতাভরী ও চিত্রাঙ্গদা চক্রবর্তী। যদিও শেষ বয়সে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না পরিচালকের।