মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর কেটে গিয়েছে ৪৪টা বছর। আজ তাঁর মৃত্যুদিনে একগুচ্ছ তারকাকে দেওয়া হল মহানায়ক পুরষ্কার। এদিন ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, শুভাপ্রসন্ন সহ প্রমুখ।
যারা রাজ্য সরকারের তরফে আয়োজিত হল ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী। বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অম্বরীষ ভট্টাচার্য, রুক্মিণী মৈত্র, শুভাশিস মুখোপাধ্যায়। ২৩ জন অভিনেতা-অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানানো হয়েছে। ৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানানো হয়েছে। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয়েছে। ২১ জনকে সারা জীবনের অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খুব ছোটবেলায় মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। আমাদের সবার হৃদয়ে রয়েছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার”।
একইসঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। চলতি বছর ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে কেআইএফএফ। এবারের নয়া চেয়ারম্যান করা হল পরিচালক তথা অভিনেতা গৌতম ঘোষকে। কো-চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।