উত্তম-সুচিত্রা। একটা নাম নিলে অপর নামটা যেন নিজে থেকেই উচ্চারিত হয়ে যায়। চিরকালের চিরনতুন এই জুটি। এই জুটির যেন শেষ নেই কোথাও। তবে জানা সুচিত্রা সেন যখন অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তখনও প্রথম কারণ হিসেবে উত্তম কুমারের নামই আগে উঠে এসেছিল।
১৯৮০ সালে ওগো বধূ সুন্দরী সিনেমার শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন মহানায়ক। মৃত্যু হয় তাঁর। কিন্তু জানা যায়, মৃত্যুর এক সপ্তাহ আগে নাকি তিনি সুচিত্রা সেনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।
সেই সময় আলো আমার আলো ছবিটি তিনি টিভিতে দেখেছিলেন। মুগ্ধ হয়ে গিয়েছিলেন সুচিত্রা সেনের অভিনয়ে। দেখা করতে চেয়েছিলেন। কিন্তু নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে দেখা করতে পারেননি মহানায়িকা। এরপর সেই দেখাও আর করা হয় নি। এর এক সপ্তাহ পরেই মারা গিয়েছিলেন উত্তম কুমার। অপূর্ণ থেকে গিয়েছিল তার শেষ ইচ্ছে।
শোনা যায়, উত্তম কুমারের সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি অভিনয় থেকে সড়ে এসেছিলেন অভিনেত্রী। ঘরানা বদলে যাচ্ছিল বুঝতে পারছিলেন তিনি। কিন্তু সুচিত্রা সেন নাকি বুঝতেই পারেননি তিনি ঠিক কার সঙ্গে অভিনয় করবেন।
এছাড়াও সিনে জগতে হট কেক ছিল এই জুটির রসায়ন। কানাঘুষো শোনা গিয়েছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম-সুচিত্রা। যদিও সেই গসিপে সিলমোহর কোনওদিনই দেননি দুই সেলেবের কেউই।