গসিপ

সেরেই ফেললাম! ভাদ্র মাসেই বিয়ে করলেন ভাস্বর-দেবলীনা? যুগলের ছবি দেখে শোরগোল নেট দুনিয়ায়

টলি পাড়ায় জোর গুঞ্জন। আবার কি নতুন জুটি তৈরি হল রিয়েল লাইফে? দেবলীনা দত্ত আর ভাস্বর চট্টোপাধ্যায় কি বিয়ে করলেন? সম্প্রতি এক ছবি পোস্ট করেছেন তাঁরা। আর সেই ছবি ঘিরেই যত কাণ্ড।

দেখা গিয়েছে, একই রঙের পোশাক পরেছেন দুজন। বিয়ের সাজ দেবলীনার। সঙ্গে মাথা ভর্তি সিঁদুর। দেবলীনাকে জড়িয়ে রয়েছেন ভাস্বর। এই একই ছবি পোস্ট করেছেন দুজনেই। একজন ক্যাপশনে লিখেছেন, ডান। অন্যজনের ক্যাপশন, ডাস্টেড।

দেবলীনা দত্ত, এবং তথাগত মুখোপাধ্যায় এর বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন। অন্যদিকে, ভাস্বর চট্টোপাধ্যায়। উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে বিয়ে হলেও আলাদা থাকেন তাঁরা। তবে কি এইভাবেই একে একে দুই হচ্ছে? বিতর্ক উস্কে দিয়েছেন দুজনেই।

দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাঁরা। তাঁদের কাজও মুগ্ধ করেছে ভক্তদের বারবার।তবে এবার এই ছবি দেখে নেটিজেনরাও থমকে যাচ্ছে খানিক। তবে অনেকের মতেই এটা কোনও শুটিংয়ের জন্য ফটোশুট।

Back to top button