আবার বড় পর্দায় বীর-জারা! কবে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে?

Avatar

Published on:

২০ বছর পরেও অব্যাহত উন্মাদনা! ১০০ কোটি আয় বীরজারার

একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে। এবার সেই তালিকাতেই যোগ হল শাহরুখ প্রীতি জিন্টা অভিনীত বীরজারা ছবিটি।

প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে, পুনরায় থিয়েটারে এই ছবি মুক্তি পাবে। ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে এই কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। ছবি দিয়ে তাঁরা লিখেছে, “রোমান্সের যুগ ফিরে এসেছে! আপনার কাছাকাছি পিভিআর আইনক্সে শুক্রবার, ১৩ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে বীর-জারা দেখুন”।

   
 ⁠

এই পোস্ট দেখার পরেই উত্তেজিত দর্শক মহল। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ”বীর-জারা ২০০ বছর পরেও মনে থাকবে!” শাহরুখ এবং প্রীতি ছাড়াও এই রোমান্টিক ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন , হেমা মালিনী, রানি মুখার্জি, দিব্যা দত্ত এবং মনোজ বাজপেয়ীকে।

বীর জারা একজন ভারতীয় পাইলট বীর প্রতাপ সিং এবং একজন পাকিস্তানি মহিলা জারা হায়াত খানের একটি চিরন্তন প্রেমের গল্প প্রদর্শন করে। ছবিতে, বীর সফলভাবে জারাকে তার জন্মভূমিতে নামানোর পর পাকিস্তানি স্থানীয় এজেন্সিগুলির গুপ্তচরবৃত্তির একটি মিথ্যা মামলায় আটকা পড়ে। তিনি দুই দশকেরও বেশি সময় জেলে কাটিয়েছেন এবং একজন মহিলা পাকিস্তানি আইনজীবীর (রানী মুখার্জি) সহায়তায় বেরিয়ে আসেন।