কবে আসছে দ্য ডার্টি পিকচার-দ্বিতীয় পর্ব? উত্তর দিলেন বিদ্যা বালান

Published on:

কবে আসছে দ্য ডার্টি পিকচার-দ্বিতীয় পর্ব? উত্তর দিলেন বিদ্যা বালান

বরাবরই সাহসী দৃশ্যের অভিনয় করে তাক লাগিয়েছেন বিদ্যা বালান। বারবার ধরা পড়েছে তার উন্মুক্ত শরীরের ছবি। তাঁর একাধিক বিস্ফোরক মন্তব্যে আলোড়নও উঠেছে। তবে কোনও কিছুতেই দমে থাকার পাত্রী তিনি নন।

বিদ্যা বালান অভিনীত অন্যতম ছবি দ্য ডার্টি পিকচার। ২০১১ সালের এই ছবি যথেষ্ট হিট হয়েছিল। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিথ, বোল্ড ছবির জন্যই তিনি পরিচিত। তারই বায়োপিক ‘দ্য ডার্টি পিকচার’। এরপরেও একাধিক ছবিতে ঝড় তুলেছেন তিনি। এরপরেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় দ্য ডার্টি পিকচারের দ্বিতীয় পর্ব আসছে কিনা?

   
 ⁠

তিনি বলেন, “আমি এটির জন্য প্রস্তুত। আমি এটির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমার মনে হয় এর দ্বিতীয় পর্ব বেরোলে তা দুর্দান্ত হবে”। তিনি অভিজ্ঞতা ভাগ করে জানান তাকে অনেকেই ডার্টি পিকচার সিনেমা করার জন্য বারণ করেছিল। অভিনেত্রীর কথায়, “আমার মনে আছে কিছু মানুষ বলেছিল, আপনার ইমেজই আপনার কেরিয়ারের সিদ্ধান্ত। কিছু মানুষ বলেন, আপনার ইমেজ খুব আলাদা। কিন্তু আমি এখনই আমার কেরিয়ার শুরু করেছি, আমি এই পর্যায়ে সীমাবদ্ধ থাকতে চাই না”।

  
 ⁠

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দু’বছর কেটে গিয়েছে। কিন্তু আজও আমি বলব যে, আমার নগ্ন পুরুষদের দেখতে ভাল লাগে। আপনারা বিদেশি ম্যাগাজ়িন প্লেবয় কিংবা ডেবোনেয়র দেখেছেন? সব সময় নারীদেরই অনাবৃত করে প্রকাশ করা হয়। পুরুষদের তো হয় না। মহিলারা মহিলাদের নগ্নতা দেখছেন। সমকামীদের হয়তো ভাল লাগবে। কিন্তু আমার মতো মানুষদের কী হবে? মেয়েদের সাহসিকতাকে অনেক বাহবা দিয়েছি। এখন ছেলেদের সাহস দেখতে চাই”।