কতদিনের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? এবার আসল সত্য প্রকাশ করলেন ভিকি কৌশল

Published on:

ক্যাটরিনা সাংঘাতিক, ভীষণ নিষ্ঠুর! স্ত্রীকে নিয়ে হঠাৎ কেন এমন মন্তব্য ভিকির?

বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। গুঞ্জন তাঁর পরিবারে আসছে নতুন অতিথি। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। একাধিক ভাইরাল হওয়া ক্যাটরিনা কাইফের ছবি দেখেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর মুখরিত হয়ে উঠেছে। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর স্বামী ভিকি কৌশল।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


বৃহস্পতিবারই ভোরে মুম্বইয়ের বিমানবন্দরে ক্যাটরিনার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বড় আকারের সাদা শার্ট, একটা কালো রঙের জ্যাকেট, হালকা নীল রঙের জগার৷ এই দেখেই একাংশের মত, বেবি বাম্প ঢাকতেই ঢিলে পোশাক পরেছেন তিনি।

   
 ⁠

মাস খানেক আগেও লন্ডনে ক্যাটরিনা কইফের ডেআউটিং-এর একটি ছবি ভাইরাল হয়েছে। নেটপাড়ার অনুমান অভিনেত্রীর পরনে লং কোটের তলায় লুকিয়ে বেবিবাম্প। তখন শোনা গিয়েছিল, স্ত্রীর সঙ্গে দেখা করতে দ্রুত লন্ডন ছুটেছেন ভিকি কৌশল। তাই সব মিলিয়ে নতুন অতিথি আসার বিষয়টি আরও জোরালো হচ্ছে।

  
 ⁠

এদিকে রবিবারও অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে পাপারাৎজির ক্যামেরা বন্দী হন নায়িকা। লাল শাড়িতে অতি সাধারণ সেজেছিলেন ক্যাটরিনা। কিন্তু অভিনেত্রী চলন, দাঁড়ানোর ভঙ্গি দেখে নেটাপাড়ার একাংশের মত অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা।

এবার এই নিয়ে খোলাখুলি জবাব দিলেন তাঁর স্বামী ভিকি। আসন্ন ছবি ‘ব্যাড নিউজ়’-এর প্রচারে ব্যস্ত ভিকি। এই প্রচারে এসেই ভিকি বলেন, “এখন আমি নিজের ছবির প্রচার নিয়ে ব্যস্ত, এক শহর থেকে অন্য শহরে যেতে হচ্ছে। ক্যাটরিনা ওর কাজে ব্যস্ত। বিদেশে প্রতিনিয়ত যাতায়াত লেগেই রয়েছে। আমরা একান্ত সময় খুব কমই পাচ্ছি। খুব শিগগির আশা করছি সময় পাব। আপাতত যে সুখবরের কথা বলছেন, সেটা একেবারেই মিথ্যা। তেমন কিছু হলে আমরা নিজেরাই জানাব”।