আদৌ মেয়ে তো,নাকি ভূত? তরুণীর ৩৬০ ডিগ্রি ঘাড় ঘোরানো দেখে তাজ্জব নেট দুনিয়া

কিছু কিছু প্রতিভা হয় একেবারেই ভগবান প্রদত্ত। সেই প্রতিভা কোনভাবেই লুকিয়ে রাখা যায় না। আর প্রতিভা প্রকাশ পেলেই তা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক তরুণীর প্রতিভা ভাইরাল হয়েছে যা দেখলে তাজ্জব হবেন আপনিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক তরুনী তাঁর ঘাড়কে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছেন। যা দেখে কার্যত তাজ্জব নেটিজেনরা। তাঁর এই ফ্লেক্সিবিলিটি নজর কাড়বেই আপনার।
আসলে নাচের মধ্যেই তিনি দারুণ ঘাড়ের স্টেপ করেছেন। এটিকে নেক ড্যান্স বলা হয়ে থাকে। আর সেখানেই নাচ করতে করতে তিনি ঘাড়কে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিলেন,এই ভিডিও দেখেই মনে প্রশ্ন জাগছে এই তরুণী আদৌ মানুষ নাকি ভূত?
ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তাঁর গলাকে একবার পুরো ডান দিকে আরেকবার পুরো বাঁদিকে নিয়ে চলে যাচ্ছেন। কখনও আবার পুরো ৩৬০ ঘোরাচ্ছেন ঘাড়। আর এটা পোস্ট করার কয়েকদিনের মধ্যেই রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও দেখে তাজ্জব নেটিজেনদের মন্তব্য, “ও বাবা এ যে পুরো ভুতুড়ে ছবির নাচ”। কেউ আবার লিখেছেন, “এ মানুষ হতেই পারে না। দেখেই কেমন অস্বাভাবিক লাগছে”।