কমোডে লুকিয়ে বিষধর সাপ! কীভাবে রক্ষা মিলল? ভাইরাল হাড় হিম করা ভিডিও

Published on:

কমোডে লুকিয়ে বিষধর সাপ! কীভাবে রক্ষা মিলল? ভাইরাল হাড় হিম করা ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সেরামিক কমোডের ভেতরে লুকিয়ে রয়েছে একটি গোসাপ। অনেক চেষ্টাতেও তাকে বের করা না গেলে বাধ্য হয়ে ডাকতে হয় এক উদ্ধাতকারীকে। ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সেই ভিডিও।

   
 ⁠

কমোডের ভিতরের দিক থেকে পেঁচিয়ে বসে রয়েছে সাপটি। কমোড ভাঙতেই বেরিয়ে আসে সেটি। গোসাপের মাথা বেরিয়ে আসতেই উদ্ধারকারী দড়ি বেঁধে সাবধানে টেনে সেটিকে বার করে আনেন।

  
 ⁠

কিছুদিন আগে এক ভিডিও ভাইরাল হয়। দেখা যায়, ছত্তীসগঢ়ের বাসিন্দা অজিতা পাণ্ডা একটি কুয়োর ভিতর থেকে টেনে বার করে আনছেন একটি গোসাপকে।শুধু একটি আঁকশি সম্বল করে অজিতা মাঝারি আকারের সরীসৃপটির লেজ ধরে জল থেকে টেনে বার করে আনেন। খালি হাতেই লেজটি ধরেছিলেন অজিতা।

গোসাপটি বিলাসপুরের একটি বাড়ির জলাধারে ঢুকে ঘাপটি মেরে বসেছিল। প্রাণীটিকে উদ্ধার করে আনতে ডাক পড়ে অজিতার। তিনি এসে খালি হাত দিয়েই গোসাপটিকে বার করে আনেন। ভিডিও চমকে উঠেছেন অনেকেই।