গরম থেকে বাঁচতে ফ্রিজেই আশ্রয় নিল সারমেয়! ছোট্ট হাস্কির কাণ্ডে হেসেই খুন নেটপাড়া

Avatar

Published on:

গরম থেকে বাঁচতে ফ্রিজেই আশ্রয় নিল সারমেয়! ছোট্ট হাস্কির কাণ্ডে হেসেই খুন নেটপাড়া

গরমে নাজেহাল অবস্থা সকলের। এই গরমে অস্থির পশুপাখিরাও। তাই তারাও তাদের নিজেদের মত করে গরম থেকে রেহাই পাওয়ার উপায় খুঁজে নিচ্ছে। এবার গরম থেকে বাঁচতে এক সারমেয় যা কাণ্ড ঘটালো তাই দেখে হেসেই কুটোকুটি নেটিজেনরা। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই।

সাইবেরিয়ান হাস্কি প্রজাতির এই কুকুর মূলত শীতপ্রধান দেশে থেকেই অভ্যস্ত। রাশিয়ান ব্রিড। উত্তর মেরু লাগোয়া এই এলাকাটি বছরের অধিকাংশ সময় ঢাকা থাকে পুরু বরফে। পারদ নেমে যায় হিমাঙ্কের ৪০ ডিগ্রি নিচে। তাই ভারতের ৪০ ডিগ্রি তাপমাত্রায় তাঁদের মানিয়ে নিতে না পারাটাই স্বাভাবিক।

   
 ⁠

ওই ভিডিওতে দেখা যাচ্ছে গরম থেকে বাঁচতে ফ্রিজের ভিতর ঢুকে বসে আছে ছোট্ট সারমেয়। আর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরালও হয়ে যায়। ভিতরে গুটিসুটি মেরে বসে রয়েছে সে। তাঁকে বের করতে চাইলেও সে বেরোতে নারাজ।

  
 ⁠

তার হাবভাব বলে দিচ্ছে, ফ্রিজের ভিতরকার ঠান্ডা পরিবেশ তার বেশ আরামদায়ক লাগছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতের তাপমাত্রার জন্য হাস্কি একেবারেই উপযুক্ত নয়।”