৪০ বছর ধরে শূন্যে তোলা রয়েছে হাত! সাধু বাবার কাণ্ড দেখে অবাক হবেন

Published on:

৪০ বছর ধরে শূন্যে তোলা রয়েছে হাত! সাধু বাবার কাণ্ড দেখে অবাক হবেন

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে অবাক হয়ে যেতে হয়। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে কার্যত তাজ্জব বনে যেতে হবে। এক সাধু বাবার কাণ্ড দেখে অবাক হবেন।

দীর্ঘ ৪০ বছর শূন্যে হাত তুলে রয়েছেন এই সাধু বাবা। আর তাতে তার হাতের অবস্থা যা হয়েছে তা দেখলেই বুঝবেন। ভেঙে গিয়েছে হাতের হাড়। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

   
 ⁠

জানা যায়, ১৯৭৩ সাল থেকে শূন্যে হাত তুলে রয়েছেন অমর ভারতী নামে ওই সাধু বাবা। ৪০ বছর ধরে এইভাবে হাত তুলে রাখার ফলে কয়েক বছরের মধ্যেই অমর ভারতীর হাত শুকিয়ে যায় এবং চামড়া ও হাড় এক টুকরো হয়ে যায়।

  
 ⁠

জানা যায়, সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতেন অমর ভারতী। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি তার সারা জীবন ভগবান শিবের সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় এবং আর পিছনে ফিরে তাকাননি তিনি। এরপর থেকেই কুম্ভ মেলা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি। তাঁর শক্তি, ভক্তি এবং আবেগের প্রশংরয় নেটিজেনরা পঞ্চমুখ।