বহুতল ভেদ করে দুরন্ত গতিতে ছুটে চলেছে মেট্রো! ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের, দেখুন সেই ভাইরাল ভিডিও

পাহাড়ের বুক ভেদ করে ট্রেন যেতে দেখা গিয়েছে। এমনকি কলকাতায় সম্প্রতি জলের তলা দিয়েও ছুটছে মেট্রো। কিন্তু তাই বলে বহু তলের মাঝখান দিয়ে মেট্রো যাতায়াত? সম্প্রতি এমনই এক ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আর এই ঘটনাটি ঘটেছে চীনে।
এখন কারিগরি দক্ষতায় বেশ ভালই তাক লাগাচ্ছে চীন। এমনকি ইউরোপ- আমেরিকাকেও নিজেদের প্রযুক্তিগত দিক থেকে পিছনে ফেলে দিচ্ছে তারা। এবারও চীনের তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। যা ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে নেটাগরিকদের মধ্যে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ১৯ তলা একটি আবাসনের মধ্যে দিয়ে ছুটে চলেছে মেট্রো। একটা গোটা বাড়ি যেন স্টেশনে পরিণত হয়েছে। আর নিচে দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ যারা ক্যামেরাবন্দি করছেন সেই মুহূর্ত।
ট্রেনটি চীনের চংকিং শহরে রয়েছে। ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার ইউজাররা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না।@sachkadwahai নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।