সত্যিই ধন্যি মেয়ে! খালি হাতেই উল্টো অটো সোজা করে মায়ের প্রাণ রক্ষা তরুণীর

Avatar

Published on:

সত্যিই ধন্যি মেয়ে! খালি হাতেই উল্টো অটো সোজা করে মায়ের প্রাণ রক্ষা তরুণীর

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। এবার মায়ের প্রাণ বাঁচাতে এক যুবতীর কান্ড দেখে কুর্নিশ জানালো গোটা নেটদুনিয়া ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তা পার হওয়ার সময় একটি অটো উল্টে যায়। তার নিচে চাপা পড়ে যায় এক মহিলা। সেই সময় ওই মহিলার তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় হঠাৎই হতচকিত হয়ে যায় মেয়েটি। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে মায়ের প্রাণ বাঁচানোর জন্য তৎপর হয়ে ওঠে।

   
 ⁠

উল্টে যাওয়া গাড়িটি দু’হাত দিয়ে তুলে ধরে মাকে অটোর নীচ থেকে উদ্ধার করে। মেয়ের এই সাহসী পদক্ষেপের জন্য প্রাণে বেঁচে যান ওই মহিলা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির উপস্থিত বুদ্ধি এবং সাহসকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

  
 ⁠

মেঙ্গালুরুর কিন্নিগোলির এই ঘটনা মন জয় করেছে সকলের। ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি।