স্ত্রীকে উপেক্ষা করেই অন্য মহিলার সঙ্গে আলাপচারিতায়! শেষে চরম বিপদে ব্যক্তি

Avatar

Published on:

স্ত্রীকে উপেক্ষা করেই অন্য মহিলার সঙ্গে আলাপচারিতায়! শেষে চরম বিপদে ব্যক্তি

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে হাসি তো থামেই না বরং অবাকও হতে হয় রীতিমত। এবার ভাইরাল হল তেমনই এক কাণ্ড। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।

স্ত্রী পাশে থাকা সত্ত্বেও এক মহিলার সঙ্গে ফ্লার্ট করছিলেন যুবক। আর তাতেই ঘটল যত বিপত্তি। ওই মহিলার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান করতে গিয়ে বড় বিপদে পড়লেন যুবক। বড় ক্ষতি হলো তার। এই ভিডিও দেখে যেমন হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় ঠিক তেমনি এই ঘটনায় শিহরিত হয়েছে অনেকে।

   
 ⁠

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক রেস্তোরায় স্বামী-স্ত্রী গিয়েছেন। সেখানে অপর এক মহিলার সঙ্গে ফ্লার্ট করছেন যুবক। ওই মহিলা তাঁর দিকে তাকিয়ে চোখও মারেন। তাতে সাড়া দিয়ে মুচকি হাসেনও ওই কনটেন্ট ক্রিয়েটার। এদিকে তার স্ত্রী মেনু নিয়ে কথা বলতে থাকলে সেদিকে হুঁশই নেই ওই যুবকের।

  
 ⁠

</স্ক্রিপ্ট

ভিডিওতে আরও দেখা যায়, ওই মহিলা তাঁকে নম্বর এক্সচেঞ্জের জন্য ফোন দেওয়ার জন্য বলেন অঙ্গভঙ্গিতে। এরপর নম্বরও দিয়ে দেন যুবক। এর মাঝেই স্ত্রীর সঙ্গে কথা বলতে মুখ ঘোরালেই ওই ব্যক্তির ফোন নিয়ে চম্পট দেয় মহিলা। ব্যক্তি দেখেন, গাড়িতে করে তাঁর ফোন নিয়ে চলে যাচ্ছেন ওই মহিলা। এই দেখে কপাল চাপড়াতে থাকেন ওই ব্যক্তি। এদিকে স্ত্রী জিজ্ঞাসা করাতে কিছু বলতেও পারেন না তিনি। কিন্তু স্ত্রীকেও কিছু বলতে পারছেন না এই বিষয়ে। এমন পরিস্থিতি মুখ বন্ধ রাখাই ঠিক বলে মনে করেছেন তিনি।ভিডিও দেখেই হেসে গড়িয়ে পড়েছেন নেটিজেনরা।