মায়ের কাছে যেতে নারাজ! অপহরণকারীর থেকে উদ্ধার করতেই কান্না খুদের

Avatar

Published on:

মায়ের কাছে যেতে নারাজ! অপহরণকারীর থেকে উদ্ধার করতেই কান্না খুদের

সিনেমার গল্পকেও হার মানাবে এই অপহরণের গল্প। অপহরণকারীর কাছ ফিরিয়ে আনতেই কেঁদে আকুল শিশু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অপহরণকারীর থেকে মায়ের কাছে ফিরতে চায় না সে। বরং সেই অপহরণকারীর সঙ্গেই থাকতে চায় শিশুটি। এমনই আজব ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে।

এই ঘটনার পেছনে অবশ্য রয়েছে দীর্ঘ এক গল্প। আগ্রার বাসিন্দা আলিগড়ে রিজার্ভ পুলিশ লাইনে হেড কনস্টেবল ছিলেন ৩৩ বছর বয়সী অপহরণকারী তনুজ চাহার। তার সঙ্গে সম্পর্ক হয় পুনম চৌধুরী নামে এই মহিলার। এরপর নানান কারণে কর্মস্থল থেকে অপসারণ করা হয় চাহারকে।

   
 ⁠

নিজের ভালোবাসার মানুষটির খোঁজে জয়পুর গিয়েছিলেন চাহার। ততদিনে পুনম চৌধুরি নামে সেই মেয়েটির অন্য কারও সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে। তবে ১ বছর পর মেয়েটির সঙ্গে দেখা হয় চাহারের। তখন জয়পুরেই একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু ততদিনে চাহারেরও অন্য কারও সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে। তাই পরিবারে জানাজানি হতেই আলাদা হয়ে যান পুনম ও চাহার। এদিকে অন্তঃসত্ত্বা হয়ে পরে পুনম।

  
 ⁠

এরপরেই পুনমের সন্তান পৃথ্বীকে অপহরণ করে চাহার । সেইমতো শিশুকে নিয়ে পালান তিনি। গত এক বছর ধরেই পৃথ্বির সঙ্গে রয়েছেন তিনি। এদিকে পুলিশের হাত থেকে বাঁচতে নিজের ভেক বদলাতে থাকে চাহার। এর মধ্যে ২৭ অগস্ট দীর্ঘ তদন্তের পর পুলিশ আলিগড়ে চাহারের কাছ থেকে পৃথ্বিকে উদ্ধার করে। তবে চাহারের কোল ছেড়ে যেতেই চাইছিল না খুদে। তাকে জোর করে নিতেই সে কান্না জুড়ে দেয়। একপ্রকার তাকে টেনে হিঁচড়ে চাহারের কোল থেকে নেওয়া হয়। চোখ মুছতে থাকেন চাহারও।