গাঢ় মেকআপ, দামী স্পোর্টস বাইকে খাবার ডেলিভারি! হট ZOMATO গার্লকে দেখে ভিরমি খাওয়ার জোগাড়

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোন ঘটনা ভাইরাল হতে বেশি সময় নেয় না। আর এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ভাইরাল হয় যা দেখলে কার্যত ভিড়মি খাওয়ার জোগাড় হয়। এবার তেমনই এক ঘটনা ভাইরাল হয়েছে, যা দেখে কার্যত রাস্তার লোকজন অবাক হয়ে গিয়েছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ZOMATO ডেলিভারি গার্ল স্পোর্টস বাইক, মুখে চড়া মেকআপ করে খাবার ডেলিভারি করছেন। সঙ্গে পরনে রয়েছে ওই ফুড অ্যাপ সংস্থার গেঞ্জি এবং ডেনিমের হট প্যান্ট। তার এই পোশাক ও সাজগোজ দেখে এবং সঙ্গে লাখ টাকার বাইক দেখে চোখ কপালে উঠেছে আমজনতার।
আরও পড়ুন: উত্থানের মতই ঝড়ের গতিতে পতন! পুজোর আগে কীভাবে দিন কাটছে বাদাম কাকুর?
বর্তমান সময়ে ছেলেদের সঙ্গে মেয়েরাও খাবার ডেলিভারি করছেন। এই বিষয়টি নতুন নয়, কিন্তু এই মেয়েটির সাজগোজ এবং সঙ্গে থাকা লাখ টাকার বাইক দেখেই অবাক হয়েছেন সকলে।মেয়েটি রাস্তায় বের হওয়া মাত্র তাকে দেখে সকলেই ভিরমি খেতে শুরু করেছেন। কারণ তার পিঠে রয়েছে Zomato ডেলিভারি ব্যাগ।
আরও পড়ুন: ছবিতেই লুকিয়ে দুটি নম্বর! চোখের ধাঁধা সামলে দেখুন তো খুঁজে পান কিনা
ভিডিওটি দেখে অনেকেই কটাক্ষ করেছেন। টিপ্পনি কেটেছেন বহু নেটাগরিক। একজন লিখেছেন, ‘এমন ডেলিভারি গার্ল খাবার নিয়ে আসলে আমি বারবার অর্ডার করব’। আবার একজন মন্তব্য করেছেন, ‘এই আশ্চর্যজনক ভিডিওটি দেখে ভাল লাগলো। ভিডিওটি সমাজের কাছে একটি বার্তা দেবে যে দেশ বদলাতে শুরু করেছে’।