তোমার শরীরের মাপ কত? উরফিকে নোংরা প্রশ্ন যুবকের, মাঝ রাস্তায় অস্বস্তিতে অভিনেত্রী

Avatar

Published on:

তোমার শরীরের মাপ কত? উরফিকে নোংরা প্রশ্ন যুবকের, মাঝ রাস্তায় অস্বস্তিতে অভিনেত্রী

নজরকাড়া পোশাক পড়ে বারবার তাক লাগিয়ে দেন উরফি জাভেদ। সমালোচনার শিকারও হতে হয়েছে তাঁকে। তাঁর অভিনব পোশাকের চিন্তা ভাবনা সব সময়ই চর্চার কেন্দ্রবিন্দু। এবারে তিনি জানালেন একবার প্রকাশ্য দিবালোকেই খোলা রাস্তায় হেনস্থার শিকার হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

তিনি বলেন, যখন পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছিলেন সেই সময়ে রাস্তা দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যেই একজন হঠাৎ উরফিকে উদ্দেশ্য করে বলে ওঠে, ‘তোমার শরীরের মাপ কত’? উরফির জানান, ‘ছেলেটির বয়স বড়জোর বছর ১৫ হবে। আমার গোটা পরিবারের সামনে, মায়ের সামনে এমন কথা বলা সত্যিই অপমানজনক। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে যাই।’

   
 ⁠

এই অভিনেত্রীই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলায় অকথ্য অত্যাচারের শিকার হতে হয়েছিল তাঁকে। পেয়েছিলেন পর্ন স্টারের তকমাও। লখনউ-তে জন্ম ও বেড়ে ওঠা এই অভিনেত্রীর। ছোট থেকেই একটু অন্যরকম পোশাক পড়তে ভালোবাসতেন তিনি। কিন্তু বাড়ি থেকে বারণ ছিল সেই সমস্ত পোশাক পড়া।

  
 ⁠

অভিনেত্রী জানান, একটি ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার প্রস্তাব আসে তাঁর কাছে। কিন্তু তিনি এই অভিনয়ে প্রস্তুত না থাকায় ওই চ্যানেল উরফিকে প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায়।

এরপর কার্যত ভেঙে পড়েছিলেন তিনি। ভয় পেয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সিদ্ধান্ত বদল করে সেখান থেকেই ঘুরে দাঁড়ান। এরপর হয়ে ওঠেন বেপরোয়া, সাহসী।