দীপাবলিতেই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ছবি ভুল ভুলাইয়া 3। বক্স অফিসেও দারুন হিট এই ছবি। এক মাস কাটার পরেই জানা গেল এবার OTT-তে মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি। কার্তিক আরিয়ানের এই ছবি মুক্তির ১৯ তম দিনে ২০০ কোটি আয় করে। ১৫০ কোটির বাজেটে তৈরি, আনিস বাজমি পরিচালিত ছবিটি বিশ্ব বক্স অফিসে এখনও পর্যন্ত ৩৮৮. ৯ কোটি টাকা আয় করেছে।
এর আগে জানা গিয়েছিল ভুল ভুলাইয়া 3 ডিসেম্বরেই OTT-তে মুক্তি পাবে। তবে এখন ওটিটিতে এই ছবির মুক্তির তারিখ পরিবর্তন হয়েছে। ছবিটি জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অভিনেতা এই কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন।
কার্তিক আরিয়ান সোশ্যাল মিডিয়ায় জানান, “রুহ বাবা তোমার চিরদিনের জন্য!! এটা 11/11 এবং স্বপ্ন সত্যি হল, আমার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি.. আপনার ভালবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। জন্মদিনের এই উপহারের জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ”। কার্তিক আরিয়ান ছাড়াও, এই ছবিতে দেখা গেছে ত্রিপ্তি দিমরি, রাজপাল যাদব, বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতকে।
ভুল ভুলাইয়া 3-এর পর কার্তিককে দেখা যাবে বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে। অন্যদিকে, একসঙ্গে বেশ কয়েকটি ছবির শুটিং করছেন তৃপ্তি। ধড়ক 2-এ তাকে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে দেখা যাবে। এছাড়াও শাহিদ কাপুরের বিপরীতেও একটি ছবিতে দেখা যাবে তাঁকে।