রোজের যান্ত্রিক জীবনে আমরা অনেকটাই যন্ত্র নির্ভর হয়ে পড়েছি। তবে শুধু যন্ত্র নির্ভর হলেই হবে না, এই যন্ত্র গুলোকে যথাযথভাবে পরিষ্কারও রাখতে হবে। আর তা না হলেই বিগরাবে মেশিন। তাই যন্ত্রের আয়ু বাড়াতে তাকে নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কিন্তু রোজের ব্যস্ত জীবন সামলে কিভাবে ওয়াশিং মেশিন সহজেই পরিষ্কার করবেন রইল তার সহজ টিপস।
প্রথমেই খেয়াল করতে হবে মেশিনের ভেতর মরচে পড়ছে কিনা। যদি এই সমস্যা দেখা দেয় তাহলে গরম জলে লেবুর রস ফেলে মেশিনের দিয়ে মেশিন চালিয়ে নিতে হবে। এতে মরচে দূর হয়ে যাবে। কিন্তু তাতেও যদি কাজ না দেয় তাহলে মেশিনের সেই অংশ পাল্টে ফেলাই বাঞ্ছনীয়। যতবার মেশিনে জামা কাপড় কাঁচবেন ততবার মেশিন ভালো করে পরিষ্কার করে শুকনো করে তারপর তুলে রাখবেন। জামা কাপড়ের সুতো আটকে মেশিন খারাপ হয়ে যেতে পারে।
ভিনেগার বা সোডা জলে গুলে মেশিনে দিয়ে একবার মেশিন চালিয়ে নিলে মেশিন ঝকঝকে হবে। জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ভালো করে তার পকেটগুলো দেখে নিন। কোনরকম ধাতব জিনিস থাকলে তা মেশিনের পক্ষে ক্ষতিকর হতে পারে। এছাড়াও বেশি ঠাসাঠাসি করে জামা কাপড় কখনোই ওয়াশিং মেশিনে ঢোকানো উচিত নয়।
পরিমাণ বুঝে, ভারসাম্য রক্ষা করে মেশিনে জামা কাপড় ঢোকাতে হবে। নয়তো অতিরিক্ত জামা কাপড়ের জন্য মেশিন বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও যে পরিমাণ জামাকাপড় দেওয়া হচ্ছে সেই পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিতে হবে। অতিরিক্ত ডিটারজেন্ট পাউডার দিলে তার জমে গিয়ে মেশিনের ক্ষতি হতে পারে।