লাইফস্টাইল

জলের সাথে এই জিনিসটি মিশিয়ে বাড়িতে ছেটান, আসবে ভরপুর সুখ সমৃদ্ধি

প্রত্যেক গৃহস্ত বাড়িতেই সকলে জল ছেটান হয়। আর বাড়ির সদর দরজায় জল ছেটানো খুব শুভ বলেই মানা হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পোশাক পরিবর্তন করে বা সম্ভব হলে স্নান করে একটি তামার কলসে জল নিয়ে সদর দরজায় ছিটিয়ে দিন।

এর ফলে বাড়িতে বাড়িতে সুখ-সমৃদ্ধির অভাব হবেনা। সাথে সাথে ধনসম্পদও বৃদ্ধি পায় এই ক্রিয়া করলে। বাড়িতে আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি বাসা বাঁধতে পারে না। ঝগড়া, বিবাদের সম্ভাবনাও অনেক কম হয়।

তবে যদি পারেনসপ্তাহে অন্তত একদিন করে বাড়ির সদর দরজায় নুন-জল ছিটিয়ে দিন। বাস্তু মতে নুন নেতিবাচক শক্তিকে দূরে রাখে। রোগ, জটিলতা থেকেও মুক্তি দেয় এটি। তবে শুধু নুন নয় তার সঙ্গে হলুদ মিশিয়ে সদর দরজায় ছিটিয়ে দিন। এতে পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ কবে।

এই কাজটি সকালে স্নানের পর একটি তামার পাত্রে করবেন। প্রথমে জল নিয়ে তার সঙ্গে হলুদ ও নুন মিশিয়ে নিতে হবে। তার পর সেটি সদর দরজার দু’পাশে ছিটিয়ে দিতে হবে। এর ফলে পরিবারে শান্তি বিরাজ করবে, অর্থের আগমন হবে।

Back to top button