বিয়ের দশ বছর পর ২১ বছরের ছোট নিজের সৎ ছেলেকে বিয়ে করলেন মা। রাশিয়ান মহিলার এই কাণ্ডের কথা শুনে তাজ্জব গোটা দুনিয়া। ২০২০ সালে সৎ ছেলেকে বিয়ে করেন তিনি। এখন দুই সন্তানের জননী ওই মহিলা।
২০১০ সালে মারিনা বিয়ে করেন অ্যালেক্সেই শ্যাভিরিনকে৷ দু’জনে একাধিক সন্তানকে দত্তক নিয়েছিলেন। এরপর দীর্ঘ ১০ বছর সংসার করেন তারা। সেই সময়ই হঠাৎ করে ২১ বছরের ছোট সৎ ছেলে ভ্লাদিমির ভোভা শাভিরিনের প্রেমে পড়েন ওই মহিলা।
জানা যায়, ২০২০ সালে ভ্লাদিমিরকে বিয়ে করেন মারিনা। সেই সময় এই খবর সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু ছিল। এমনকি এও শোনা গিয়েছিল, তাঁদের নতুন সম্পর্কের জেরে নাকি ভেঙে যায় ভ্লাদিমিরের পুরনো প্রেম৷
এখন ভ্লাদিমির ও মারিনা দুই সন্তানের অভিভাবক। ২০২১ সালে প্রথম তাদের কন্যা সন্তানের জন্ম হয়। এরপরের বছর আসে দ্বিতীয় সন্তান। এখন জমিয়ে সংসার করছেন তাঁরা।