বিয়ের আগে ছিপছিপে সুন্দর গড়ন, তন্বী চেহারা থাকলেও, বিয়ের পর দেখা যায় অধিকাংশ মহিলাই মোটা হয়ে যান। মেদ জমতে শুরু করে শরীরের আনাচে-কানাচে। অনেকেই বলেন শারীরিক সহবাসের জন্য এই পরিবর্তন। কিন্তু এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে মহিলাদের মোটা হওয়ার পেছনে।
গবেষণায় দেখা গিয়েছে, বিয়ের পর শারীরিক মিলন মোটা হওয়ার অন্যতম কারণ হলেও একমাত্র কারণ নয়। কারণ অনেক মহিলায় বিয়ের আগে ডায়েটের মধ্যে থাকে। কিন্তু বিয়ের পর সেই অভ্যাসে পরিবর্তন হয়। শরীরের প্রতি যত্ন নেওয়া কমতে থাকে।
এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন জায়গায় গিয়ে খাদ্যাভাস পরিবর্তন হয়। খাওয়ার রুচি বদল ঘটে। প্রতিদিন জীবনের রুটিন বদল হয়। এছাড়াও বিয়ের দু চার বছরের মধ্যেই অনেক দম্পতি সন্তান নেওয়ার কথা ভাবে।
অনেক দুশ্চিন্তা মুক্ত থাকে অনেকেই। এরফলে বিয়ের পর যে হারে মেঘ জমতে শুরু করে তা খানিকটা চিরস্থায়ী হয়। এছাড়াও কেউ যদি সন্তান সম্ভাব হয়ে পড়ে সে ক্ষেত্রেও মেয়েদের চিরস্থায়ী হয়। সেই জমে যাওয়া মেদ কমাতে বেশ কসরাত করতে হয়। তাই বিয়ের পর শুধুমাত্র শারীরিক মিলন নয় এই যাবতীয় পরিবর্তনও শরীরে জমার অন্যতম কারণ।,