বাবার নাম খারাপ করছে অভিষেক! বচ্চনপুত্রকে সপাটে চড় জনৈক মহিলার

Published on:

একের পর এক ব্যর্থতা, অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক! ছেলেকে কীভাবে মূলস্রোতে ফেরালেন অমিতাভ?

স্টারকিডদের জীবন দেখে যতটাই সহজ মনে হয় ঠিক ততটাই চ্যালেঞ্জের। ব্যতিক্রম নন অভিষেক বচ্চনও। বারবার তাঁকে তাঁর বাবার সঙ্গে তুলনা করা হয়। আর এই নিয়ে বারংবার সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

জানা যায়, একবার প্রকাশ্য রাস্তায় এক মহিলার হাতে চড় খেতে হয় তাঁকে। আর এই ঘটনায় একেবারেই হতবাক হয়ে যান অভিষেক। কী প্রতিক্রিয়া দেবেন সেই মুহূর্তে বুঝে উঠতেও পারেননি।

   
 ⁠

এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান, ২০০২ সালে তিনি শারারাত ছবির স্ক্রিনিং নিয়ে ব্যস্ত, নিজের ছবি কেমন হয়েছে দেখে বেরনোর সময়ই পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাঁর গালে সপাটে একটা চড় মেরে বসেন। শুধু চড় মেরেই ক্ষান্ত হননি তিনি বরং মারার কারণও জানিয়েছেন। তিনি বলেন, অভিষেক বচ্চন তাঁর বাবা ও তাঁর পরিবারের নাম নষ্ট করছে কেবলমাত্র খারাপ অভিনয় করে।

  
 ⁠

অভিষেকের ভক্তরা চুলচেরা বিচার করে থাকেন তাঁর অভিনয়গুণকে। প্রকাশ্যে বারে বারে শুনতে হয় তাঁকে বাবার থেকে ঠিক কতটা ভাল বা খারাপ অভিনয় করছেন তিনি। তাই বারবার তাঁকে পড়তে হয় চ্যালেঞ্জের মুখে।বাড়তি চাপ কাজ করে সব সময়।