বিনোদন

শাঁখা-পলা, সিঁদুরে বাঙালি বধূর বেশে দিব্যাকে নিয়ে কালীঘাটে যশ! হঠাৎ হল কী?

একেবারে বাঙালি বধূ বেশে কলকাতায় হাজির হলেন দিব্যা খোসলা কুমার। গেলেন কালীঘাটে, ঘুরে দেখলেন শহর কলকাতাকে। এদিন তাঁর সঙ্গী ছিলেন যশ দাসগুপ্ত। শহর তিলোত্তমাকে ঘুরিয়ে দেখালেন নায়ক।

এদিন, শহরে আসেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা। তাঁর পরনে ছিল সাদা লিনেন শাড়ি, লাল ঘটিহাতা ব্লাউজ, হাতে-কানে সোনার গয়না, আর মাথার খোঁপায় জুঁই ফুলের মালা। কালীঘাটে গিয়ে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন যশ দাসগুপ্ত।

এরপরে তাঁরা যান শহরের এক নামী মিষ্টির দোকানে। সেখানে গিয়ে মিষ্টিও খান তাঁরা। তারপর সেখান থেকে যান নামী এক রেস্তোরাঁয়। চুটিয়ে খাওয়া দাওয়া করেন সেখানে। তবে সব সময়ই তাঁর সঙ্গী ছিলেন ইয়ারিয়া ২ এর নায়ক।

টলিউড ছেড়ে এবার বলিউডে পা দিয়েছেন যশ দাসগুপ্ত। রাধিকা রাও ও বিনয় সপ্রু পরিচালিত ‘ইয়ারিয়া ২’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে যশকে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে টিজার। কিন্তু এই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে ‘ইয়ারিয়া ২’র বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ।

প্রসঙ্গত, ছবিতে গানের একটি দৃশ্যে কৃপাণ ব্যবহার করা হয়েছে। আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি তথা এসজিপিসি অভিযোগ তুলেছে, গানের দৃশ্যে শিখ ধর্মের পবিত্র কৃপাণ ব্যবহার করায় সমূহ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে। এই নিয়ে জলন্ধরের থানাতে এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।

Back to top button